Admission (Graduate/Undergraduate)
Permanent URI for this collection
Browse
Browsing Admission (Graduate/Undergraduate) by Author "জনকণ্ঠ"
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএনএসইউতে স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত(জনকণ্ঠ, 2024-11-17) জনকণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৫ খ্রিষ্টাব্দের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) জন্য প্রায় ৭ হাজার ৫০০ পরীক্ষার্থী অংশ নেন। স্কুল চারটি হলো: স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। পরীক্ষার হল পরিদর্শন শেষে প্লাজা এরিয়ায় সমবেত অভিভাবকদের উদ্দেশে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটিকে বেছে নেয়ায় ধন্যবাদ জানান। এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সব শিক্ষার্থীকে আমরা স্বাগত জানাই।