নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সামার ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম) ৮ হাজার ৬০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, অফিস অব এডমিশনের (আন্ডারগ্রাজুয়েট) পরিচালক অধ্যাপক কেএম সালাম।