Browsing by Author "নয়াদিগন্ত"
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের নাম (কিউ এস র্যাংকিং ২০২৬)(নয়াদিগন্ত, 2025-11-05) নয়াদিগন্তএশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬’ প্রকাশিত হয়েছে। এতে এশিয়ার এক হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।এ তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে অবস্থান ১৩২তম, যা গতবার ছিল ১১২তম। সেরা ২০০ প্রতিষ্ঠানের তালিকায় দেশের আরও ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১৪৯তম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৬৫তম।