Browsing by Author "মানবজমিন"
Now showing 1 - 7 of 7
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএনএসইউ'র নতুন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী(মানবজমিন, 2024-09-14) মানবজমিননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল হান্নান চৌধুরী এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এনএসইউর এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য ও ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন। এর আগে আবদুল হান্নান চৌধুরী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে আবদুল হান্নান চৌধুরীর। তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ItemOpen Accessএনএসইউতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন(মানবজমিন, 2025-02-06) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ তার গ্রন্থাগারের মাধ্যমে একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সহায়তা করে আসছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, চার স্কুলের ডিন, একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা। ছাত্র, শিক্ষক এবং গ্রন্থাগার পেশাদারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেকম্যান্স ৩য় ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লীগ ফাইনাল পর্ব ২০২৪ অনুষ্ঠিত(মানবজমিন, 2024-02-12) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড মডার্ন ল্যাংগুয়েজস আয়োজিত বেকম্যান্স ৩য় ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ২০২৪ এর ফাইনাল পর্ব গত ৯ ও ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন এস ইউ ট্রেজারার ও প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান।
- ItemOpen Accessবিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত(মানবজমিন, 2024-04-22) মানবজমিনতীব্র তাপপ্রবাহের কারণে সাতদিন বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত। শিক্ষার্থীদের তাপ থেকে সুরক্ষিত রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। আর কয়েকটি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় রয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস তাদের ক্লাস অনলাইনে নেবার সিদ্ধান্ত নিয়েছে।
- ItemOpen Accessসাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ কাশেম(মানবজমিন, 2024-09-30) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এম.এ কাশেম। গতকাল রোববার পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এম. এ কাশেম সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান। কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোয়মেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। কাশেম ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা এফবিসিসিআই’র সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআই’র সালিসি ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান ছিলেন। বিশিষ্ট শিল্পপতি কাশেম একজন শিক্ষার নিবেদিত প্রাণ পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবী এবং একজন সক্রিয় সমাজকর্মী।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকে ফিরলেন কাশেম, আজিম ও রেহানা(মানবজমিন, 2024-09-28) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরেছেন সাবেক চেয়ারম্যান এম এ কাশেম ও পরিচালক আজিম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান। গত ২০২২ সালে তারা পর্ষদ থেকে বাদ পড়েছিলেন। সরকার পরিবর্তনের পর তারা পর্ষদে যুক্ত হন । গত বুধবার ব্যাংকটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেন। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি পদ ফিরে পান এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, রেহানা রহমানসহ ১২ জন ট্রাস্টি। তাদের ২০২২ সালের আগস্টে ট্রাস্টি বোর্ড থেকে বাদ দেয়া হয়। পদ ফিরে পাওয়ার পর আজিম উদ্দিন আহমেদ এরই মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন।
- ItemOpen Access২০২৩ সালে টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটির রেংকিংয়ে এনএসইউ বাংলাদেশেরএকমাত্র বিশ্ববিদ্যালয়(মানবজমিন, 2023-07-13) মানবজমিন২০২৩ সালে টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটির রেংকিংয়ে এনএসইউ বাংলাদেশেরএকমাত্র বিশ্ববিদ্যালয়