Browsing by Author "মানবজমিন"
Now showing 1 - 13 of 13
Results Per Page
Sort Options
- ItemOpen Accessইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্লোবাল লিডারশিপ ইন সোশ্যাল বিজনেস এ এনএসইউ ভিসি আব্দুল হান্নান চৌধুরী(মানবজমিন, 2025-08-30) মানবজমিনসামাজিক ব্যবসা হলো মুনাফা ও উদ্দেশ্যের সেতুবন্ধন। এটি দান নয়, আবার প্রচলিত পুঁজিবাদও নয়, বরং এক বৈপ্লবিক ধারণা, যা মানবসমস্যার সমাধান করে আর্থিকভাবে টেকসই থাকে। শেয়ারহোল্ডারের সম্পদ বাড়ানো নয়, এর মূল লক্ষ্য মানুষের প্রয়োজন পূরণ করা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্লোবাল লিডারশিপে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইন সোশ্যাল বিজনেস ইনোভেশন: সাসটেইনেবিলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
- ItemOpen Accessএনএসইউ ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত(মানবজমিন, 2025-09-18) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফল সেমিস্টার ২০২৫-এর জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, যেখানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচিত করানো হয়। বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৩৫ জন শিক্ষার্থীকে শতভাগ মেধা বৃত্তি প্রদান করা হয় এবং মোট ৯৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) আবদুর রব খান এবং রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীনসহ বিভিন্ন অনুষদের ডিনরা।
- ItemOpen Accessএনএসইউ'র নতুন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী(মানবজমিন, 2024-09-14) মানবজমিননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল হান্নান চৌধুরী এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এনএসইউর এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য ও ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন। এর আগে আবদুল হান্নান চৌধুরী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে আবদুল হান্নান চৌধুরীর। তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ItemOpen Accessএনএসইউতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন(মানবজমিন, 2025-02-06) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ তার গ্রন্থাগারের মাধ্যমে একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সহায়তা করে আসছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, চার স্কুলের ডিন, একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা। ছাত্র, শিক্ষক এবং গ্রন্থাগার পেশাদারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
- ItemOpen Accessকিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি(মানবজমিন, 2025-06-21) মানবজমিনকিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯৫১–১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ বছর বিশ্বের ১৪৩টি দেশের ৪,১৫০টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। ১৯ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ’র অবস্থান এবার সবার শীর্ষে।
- ItemOpen Accessটাইমস হায়ার এডুকেশন এ এনএসইউ শীর্ষে(মানবজমিন, 2025-10-10) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আবারও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংঙ্কি ২০২৬-এ এনএসইউ যৌথভাবে বাংলাদেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে। আনুষ্ঠানিকভাবে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত ফলাফলে এ বছর এনএসইউর সঙ্গে যৌথভাবে র্যাংঙ্কিয়ের ৮০১–১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেকম্যান্স ৩য় ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লীগ ফাইনাল পর্ব ২০২৪ অনুষ্ঠিত(মানবজমিন, 2024-02-12) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড মডার্ন ল্যাংগুয়েজস আয়োজিত বেকম্যান্স ৩য় ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ২০২৪ এর ফাইনাল পর্ব গত ৯ ও ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন এস ইউ ট্রেজারার ও প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত(মানবজমিন, 2025-04-12) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৫ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুত্রুবার অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম) জন্য ৮ হাজার ৬০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। স্কুলে চারটি হলো -স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুলঅব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
- ItemOpen Accessনর্থ সাউথে বাংলাদেশের ওষুধ শিল্পে ক্যারিয়ার সুযোগ সেমিনার(মানবজমিন, 2025-09-20) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস মঙ্গলবার (১৯ আগস্ট) এনএসইউ সিন্ডিকেট হলে “বাংলাদেশের ওষুধ শিল্পে ক্যারিয়ার সুযোগ” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক ইখতিয়ার হোসেন; এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের অধ্যাপক ও ডিন ড. দীপক কুমার মিত্র। সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. হোসেন শারিয়ারে।
- ItemOpen Accessবিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত(মানবজমিন, 2024-04-22) মানবজমিনতীব্র তাপপ্রবাহের কারণে সাতদিন বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত। শিক্ষার্থীদের তাপ থেকে সুরক্ষিত রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। আর কয়েকটি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় রয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস তাদের ক্লাস অনলাইনে নেবার সিদ্ধান্ত নিয়েছে।
- ItemOpen Accessসাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ কাশেম(মানবজমিন, 2024-09-30) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এম.এ কাশেম। গতকাল রোববার পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এম. এ কাশেম সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান। কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোয়মেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। কাশেম ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা এফবিসিসিআই’র সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআই’র সালিসি ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান ছিলেন। বিশিষ্ট শিল্পপতি কাশেম একজন শিক্ষার নিবেদিত প্রাণ পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবী এবং একজন সক্রিয় সমাজকর্মী।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকে ফিরলেন কাশেম, আজিম ও রেহানা(মানবজমিন, 2024-09-28) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরেছেন সাবেক চেয়ারম্যান এম এ কাশেম ও পরিচালক আজিম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান। গত ২০২২ সালে তারা পর্ষদ থেকে বাদ পড়েছিলেন। সরকার পরিবর্তনের পর তারা পর্ষদে যুক্ত হন । গত বুধবার ব্যাংকটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেন। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি পদ ফিরে পান এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, রেহানা রহমানসহ ১২ জন ট্রাস্টি। তাদের ২০২২ সালের আগস্টে ট্রাস্টি বোর্ড থেকে বাদ দেয়া হয়। পদ ফিরে পাওয়ার পর আজিম উদ্দিন আহমেদ এরই মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন।
- ItemOpen Access২০২৩ সালে টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটির রেংকিংয়ে এনএসইউ বাংলাদেশেরএকমাত্র বিশ্ববিদ্যালয়(মানবজমিন, 2023-07-13) মানবজমিন২০২৩ সালে টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটির রেংকিংয়ে এনএসইউ বাংলাদেশেরএকমাত্র বিশ্ববিদ্যালয়