Browsing by Author "যুগান্তর "
Now showing 1 - 12 of 12
Results Per Page
Sort Options
- ItemOpen Accessআন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন এনএসইউ’র ড. ফিরোজ খান(যুগান্তর , 2023-10-05) যুগান্তর‘ড. এমএ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২২’ পেয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সহযোগী অধ্যাপক ও বিজ্ঞানী ড. মো. ফিরোজ খান। ‘ড. এমএ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর আয়োজনে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ‘বিজ্ঞানী’ ক্যাটাগরিতে তাকে এই পদক দেওয়া হয়।
- ItemOpen Accessএন এস ইউ ও মিয়াজাকি ভার্সিটির মধ্যে সেমিনার(যুগান্তর , 2023-09-27) যুগান্তরএন এস ইউ ও মিয়াজাকি ভার্সিটির মধ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়. এতে যোগ দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, মিয়াজাকি ভার্সিটির সভাপতি অধ্যাপক হিরোশি সামোসিমা ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সিপিসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া।
- ItemOpen Accessএন এস ইউ'তে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মার্কেটিং বিষয়ে সেমিনার(যুগান্তর , 2023-12-28) যুগান্তরনর্থ সাউথ ইউনিভার্সিটিতে 'এআই ইন অ্যাকশন : ট্রান্সফরমার দ্য মার্কেটিং ল্যান্ডস্কেপ উইথ জেনেরেটরি ইন্টেলিজেন্স ' শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়।
- ItemOpen Accessএনএসইউ'র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী(যুগান্তর, 2024-09-13) যুগান্তরনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এনএসইউর এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য ও ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন। এর আগে আবদুল হান্নান চৌধুরী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে আবদুল হান্নান চৌধুরীর। তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ItemOpen Accessএনএসইউতে স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত(যুগান্তর, 2024-11-17) যুগান্তরনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) জন্য প্রায় সাড়ে ৭ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। স্কুল চারটি হলো-স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স
- ItemOpen Accessএসআইপিজি’র জরিপ- অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা কম হওয়া উচিত(যুগান্তর, 2024-10-03) যুগান্তরঅন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তারও কম হওয়া উচিত বলে মনে করেন ৫৩ শতাংশ ভোটার। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জাতীয় প্রেস ক্লাবে বুধবার ‘জাতীয় জরিপ ২০২৪ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে ওই জরিপের ফল প্রকাশ করে এসআইপিজি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সচিব ড. বদিউল আলম মজুমদার। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তৃতা করেন এসআইপিজি’র উপদেষ্টা অধ্যাপক সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাভিন মুর্শিদ প্রমুখ।
- ItemOpen Accessকিউএস র্যাঙ্কিংয়ে দেশের সেরা এনএসইউ(যুগান্তর, 2024-11-07) যুগান্তরকিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আজ ০৬ নভেম্বর (বুধবার) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৫টি দেশের ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫৫তম স্থান অর্জন করেছে এনএসইউ। এর আগে, ২০২৪ সালের একই র্যাঙ্কিংয়ে এনএসইউ’র অবস্থান ছিলো ১৯১তম। এবারের র্যাঙ্কিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ’র অবস্থান দ্বিতীয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, এই ফলাফল পুরো নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন।
- ItemOpen Accessটেক্সটাইল জলীয় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্ভাবন(যুগান্তর , 2023-12-27) যুগান্তরটেক্সটাইল জলীয় বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট I
- ItemOpen Accessনর্থ সাউথ শিক্ষাৰ্থীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন : রহস্য উদঘাটনে জোরালো ভূমিকা নেই পুলিশের(যুগান্তর , 2024-02-22) যুগান্তরনর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষাৰ্থী আবির মাশরুর মৃত্যু রহস্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের কোনো প্রকার জোরালো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। পরিবার ও অনেকের মতে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
- ItemOpen Accessনর্থ সাউথে ঈদে মিলাদুন্নবী (সা:) আলোচনা সভা(যুগান্তর, 2024-09-17) যুগান্তরপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৪ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মঙ্গলবার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এনএসইউ অডিটোরিয়ামে বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ, এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
- ItemOpen Accessনর্থ সাউথের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ট্রাস্টির মতবিনিময়(যুগান্তর, 2024-08-23) যুগান্তরসম্প্রতি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে ১২ সদস্যের বোর্ড পুনর্গঠন সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এরপর বাদ পড়া আগের ট্রাস্টির সদস্যরা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হচ্ছেন। বৃহস্পতিবার ট্রাস্টির সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন আগের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য আজিজ আল কায়সার, এম এ কাশেমসহ অন্যান্য সদস্য। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা ও ফ্যাকালটি মেম্বার এবং অনুষদের ডিনরা অংশ নেন।
- ItemOpen Accessশিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত এনএসইউ ক্যাম্পাস(যুগান্তর, 2024-09-02) যুগান্তরশিক্ষার্থীদের পদচারণায় মুখর নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাস। প্রায় দেড় মাসের বিরতি দিয়ে জুলাই বিপ্লবের পর আবারও শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা। অনেকদিন পর সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। এসময় এনএসইউর শিক্ষক-কর্মকর্তারা শিক্ষার্থীদের স্বাগত জানান, তাদের হাতে স্বারক উপহার তুলে দেন। এনএসইউর ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান বলেন, অনেকদিন পর শিক্ষার্থীদের হাসিমুখ দেখতে পেরে ভালো লাগছে।