Browsing by Author "ভোরের কাগজ"
Now showing 1 - 10 of 10
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএন এস ইউ : নেপালের সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন(ভোরের কাগজ, 2024-05-04) ভোরের কাগজনেপালের সরকারি কর্মকর্তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এবং গভর্নেন্সে (এসআইপিজি) পাঁচ দিনব্যাপী একটি কেস স্টাডিভিত্তিক শিক্ষা (সিবিএল) প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এ উদ্যোগটি নেপালের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন করা হয়েছে, যা দ্বিতীয়বারের মতো এসআইপিজি এবং নেপাল সরকারের মধ্যে সহযোগিতার নিদর্শন বহন করে। এর আগে এসআইপিজি নেপালের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করেছিল। নেপালের ১১ জন সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়া এই প্রশিক্ষণটি এসআইপিজির অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের অংশগ্রহণে পরিচালিত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থান করা নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন (আইসি) অধ্যাপক শেখ তৌফিক এম হক, , ডিপার্টমেন্ট অব পলিটিকাল সায়েন্স অ্যান্ড সোশিওলজির চেয়ার (আইসি) এবং কোর্স পরিচালক ড. রিজওয়ান খায়ের, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessএনএসইউতে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন- সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ(ভোরের কাগজ, 2024-09-22) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত ‘আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৪’ উদযাপন করে ছাত্রদের একটি গোলটেবিল আলোচনায় তাহমিদ আল মুদাসসীর চৌধুরী এসব কথা বলেন। এ বছরের জাতিসংঘের থিম ‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’র সঙ্গে সামঞ্জস্য রেখে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। গোলটেবিল আয়োজনের মডারেটর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মিস পারিসা শাকুর প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি তার সূচনা বক্তব্যে উল্লেখ করেন যে, সংঘাতপূর্ণ এই বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং অনুষ্ঠানের অন্যতম আলোচক ড. এম জসীম উদ্দিন গবেষণা, সংলাপ এবং স¤প্রদায়ের সম্মিলিত সম্পৃক্ততার মাধ্যমে শান্তি এবং কূটনীতি প্রচারে সিপিএসের ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য সিপিএস এবং এসআইপিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শান্তি অর্জনের জন্য আমাদের পূর্ব নির্ধারিত তর্ক-বিতর্কের বাইরে গিয়ে আমরা সমাজে যে প্রতিবন্ধকতা তৈরি করেছি তা ভেঙে ফেলতে হবে। শান্তি দিবস আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনার সমন্বয়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিপিএসের সমন্বয়ক ড. আব্দুল ওহাব।
- ItemOpen Accessএসআইপিজি - বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পলিসি ডিবেট(ভোরের কাগজ, 2024-09-27) ভোরের কাগজনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে একটি পলিসি ডিবেটের আয়োজন করা হয়। বিতর্কে বিপ্লব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং এই পরিবর্তনের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়।ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার মহামারীবিদ প্রমিত অনন্য চক্রবর্তী এ আলোচনায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অভাবের বিষয়টি তুলে ধরেন। ডিবেটের মডারেটর ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং এসআইপিজির সেন্টার ফর পিস স্টাডিসের (সিপিএস) শান্তি সমন্বয়ক ড. আব্দুল ওয়াহাব।
- ItemOpen Accessএসিইউ ভিসি সামিট : অংশ নিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভোরের কাগজ, 2024-05-18) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)ভাইস চ্যান্সেলর সামিটে অংশ নেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত ১৫ মে অনুষ্ঠিত উক্ত সামিটে সারা বিশ্বের শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হোন।
- ItemOpen Accessকোরীয়-বাংলাদেশের সম্পর্ক আরো সমৃদ্ধ করার সময় এসেছে: এন এস ইউ তে কোরীয় রাষ্ট্রদূত(ভোরের কাগজ, 2024-02-13) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটির এস আই পি জি কর্তৃক আয়জিত আধুনিক কোরিয়া, ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা শীর্ষক এম্বাসেডর টক্ সিরিজ অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সমৃদ্ধ করার তাগিদ দেন। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভি সি প্রফেসর আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেশের সর্ব বৃহৎ ভাষাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত(ভোরের কাগজ, 2023-10-14) ভোরের কাগজঢাকা বিভাগের জন্য "বেকম্যানস ৩য় ভাষা লীগ" এর বিভাগীয় নির্বাচন রাউন্ড ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অসাধারণ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে নারী উদ্দ্যেক্তাদের বিজনেস সাপোর্ট সেন্টার চালু(ভোরের কাগজ, 2023-12-28) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটিতে নারী উদ্দ্যেক্তাদের বিজনেস সাপোর্ট সেন্টার চালুর একটি চুক্তি স্বাক্ষর হয়।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন : ছাত্রছাত্রীদের সুনাগরিক ও চরিত্রবান হয়ে গড়ে উঠতে রাষ্ট্রপতির আহ্ববান(ভোরের কাগজ, 1996-12-19) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন গতকাল বুধবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটির চ্যান্সেলর বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ছাত্রছাত্রীদের সুনাগরিক ও চরিত্রবান হয়ে গড়ে উঠার আহ্ববান জানান। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুসলেহ উদ্দিন আহমেদ স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ড অব গভর্নেন্স এর চেয়ারম্যান এম এ আউয়াল, ইউনিভার্সিটি অব সাউদার্ন ইন্ডিয়ানার প্রেসিডেন্ট এইচ রেই হুপস।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় - আইন বিভাগের দশ বছর পূর্তিতে নানা আয়োজন(ভোরের কাগজ, 2024-03-02) ভোরের কাগজনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী থেকে ২৯ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, ৱ্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানে ১ম দিন প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা এবং সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
- ItemOpen Accessস্প্রিং সেমিস্টারের ওরিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত(ভোরের কাগজ, 2024-02-04) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং ২০২৪ ওরিন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ড: জুনাইদ কামাল আহমেদ । এন এস ইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি সদস্য ইয়াসমিন কামাল এবং ওরিন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।