এনএসইউ তে ভূমিকম্প নিয়ে বিজ্ঞপ্তি
| creativework.keywords | এনএসইউ ক্যাম্পাস, ভূমিকম্প, বিশেষজ্ঞ প্রকৌশলী, ভবনের চাপ সহনীয়, প্রাকৃতিক নড়াচড়া | |
| dc.contributor.author | মানবজমিন | |
| dc.date.accessioned | 2026-01-05 | |
| dc.date.accessioned | 2026-01-05T10:41:04Z | |
| dc.date.available | 2026-01-05T10:41:04Z | |
| dc.date.issued | 2025-11-24 | |
| dc.description.abstract | ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভবনের প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোনো ক্রটির প্রমাণ মেলেনি। আজ রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর, শুক্রবার, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে ভবন পরিদর্শন করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোন ক্রটির প্রমাণ মেলেনি। ভূমিকম্পসহ প্রাকৃতিক নড়াচড়ায় ভবনের চাপ সহনীয় করতে নির্মাণের কৌশল হিসেবে এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহৃত হয়। আজ সকালে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। | |
| dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1565 | |
| dc.language.iso | bn | |
| dc.publisher | মানবজমিন | |
| dc.title | এনএসইউ তে ভূমিকম্প নিয়ে বিজ্ঞপ্তি | |
| dc.type | Newspaper Article |