Browse
Recent Submissions
- ItemOpen Accessবেগম খালেদা জিয়ার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক বার্তা(বাংলাদেশ প্রতিদিন, 2025-12-31) বাংলাদেশ প্রতিদিন; The Daily Starসুদীর্ঘ চার দশকের গণতান্ত্রিক সংগ্রামের পুরোধা, আপোষহীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটি গভীরভাবে শোকাভিভূত। তার মৃত্যুতে জাতি একজন পরীক্ষিত রাষ্ট্রনায়ক ও অভিভাবকতূল্য রাজনীতিককে হারালো। নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এ মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে এ শোকের সময়ে তার পরিবার, স্বজন, অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো কোরআন কনফারেন্স(আমার দেশ, 2025-12) আমার দেশনর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সম্প্রতি ‘এনএসইউ কোরআন কনফারেন্স অ্যান্ড সীরাহ এক্সিবিশন ২০২৫’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার উপদেষ্টা ও ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদ। একই দিনে এনএসইউ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মুসলিমাহ’স চ্যালেঞ্জেস ইন দ্য মডার্ন ইরা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগের দিন লাইভ ক্যালিগ্রাফি, বইয়ের স্টল ও মেহেদি শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়।
- ItemOpen Accessএনএসইউ তে বিজয় দিবস ২০২৫ উদযাপিত(মানবজমিন, 2025-12-17) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- ItemOpen AccessNSU hosts Quran Conference and Seerah Exhibition 2025(The Financial Express, 2025-12-14) The Financial ExpressNorth South University (NSU) hosted the "NSU Quran Conference and Seerah Exhibition 2025" at the NSU Plaza Area recently, bringing together prominent Islamic scholars and university leadership to discuss the relevance of Quranic teachings in contemporary life. The grand conference featured distinguished speakers including Shaykh Ahmadullah, Islamic scholar and chairman of As-Sunnah Foundation; Dr Mizanur Rahman Azhari, Islamic scholar and chairman of Hasanah Foundation; Mufti Muhammad Abdul Malek, khatib of Baitul Mukarram National Mosque; Maulana Abul Bashar Md Saiful Islam, general secretary of the Insaf Foundation; and Professor Mokhter Ahmad, Islamic scholar and director of Daffodil Islamic Centre. On the same day, a discussion titled "Muslimahs' Challenges in the Modern Era" was held at the NSU Central Auditorium. The Seerah Exhibition was held from December 8 to 12 at the NSU Exhibition Hall.
- ItemOpen Accessএনএসইউতে সাংবিধানিক সংশোধনী নিয়ে ল টকস(বণিক বার্তা, 2025-10-21) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর লিগ্যাল রিসার্চের (সিএলআর) উদ্যোগে সাংবিধানিক সংশোধনী নিয়ে ল টকস অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে আয়োজিত ‘রেভল্যুশনারি কনস্টিটিউশনালিজম: কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক ও স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ডিন ড. রিজওয়ানুল ইসলাম।