Browse
Recent Submissions
- ItemOpen Accessবাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত(ইনকিলাব, 2024-09-25) ইনকিলাববাংলাদেশের অর্থনীতির জন্য আগামী দিনে চীন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় ‘ঢাকা-চায়না ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আরও অনেক উপায়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমি চীনের রাষ্ট্রদূতকে পাট খাতে অংশীদারত্বের সুযোগগুলো খুঁজে বের করতে উৎসাহিত করছি। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল সিদ্দিকী।
- ItemOpen AccessNSU holds Dhaka China Day 2024(New Age, 2024-09-25) New AgeBangladesh and China would foster stronger ties in technology transfer and skills development, expert said at ‘Dhaka China Day 2024’ programme at North South University, jointly organised by embassy of China in Bangladesh and NSU on Tuesday. As chief guest, brigadier general (retired) M Sakhawat Hussain, adviser to the ministry of textiles and jute and the ministry of shipping, graced the event. Yao Wen, Chinese ambassador to Bangladesh and Azim Uddin Ahmed, chairman of the NSU board of trustees, joined as special guests. Other dignitaries included Yasmin Kamal and Aziz Al Kaiser, members of the NSU board of trustees, professor Abdur Rob Khan, treasurer and acting pro-vice-chancellor, and Ma Xioyan, director of the Confucius Institute at NSU. The session was chaired by professor Abdul Hannan Chowdhury, vice-chancellor of NSU.
- ItemOpen Accessএনএসইউতে ঢাকা-চায়না ডে: চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পরামর্শ(বণিক বার্তা, 2024-09-25) বণিক বার্তাঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজন ‘ঢাকা-চায়না ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আরও অনেক উপায়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমি চীনের রাষ্ট্রদূতকে পাট খাতে অংশীদারত্বের সুযোগগুলো খুঁজে বের করতে উৎসাহিত করছি। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল সিদ্দিকী।
- ItemOpen Accessএনএসইউতে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে আন্তর্জাতিক ওয়েবিনার(বণিক বার্তা, 2024-08-25) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে ‘রিপেয়ারিং দ্য হার্ম: রিস্টোরিং জাস্টিস ফর দ্য রোহিঙ্গাস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ সেন্টার (সিপিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়েবিনারে কফি আনান কমিশনের সাবেক সদস্য রাষ্ট্রদূত ল্যাটিটিয়া ভ্যান ডেন অ্যাসুম, সিপিএসের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. এমা লেসলি এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের (এআরএনও) সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হাবিব উল্লাহ অংশ নেন। এ আয়োজনের অন্যতম প্যানেলিস্ট ও এনএসইউর অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সিপিএসের সমন্বয়ক ড. আব্দুল ওহাব কো-অর্ডিনেট করেন।
- ItemOpen Accessনর্থ সাউথে ঈদে মিলাদুন্নবী (সা:) আলোচনা সভা(যুগান্তর, 2024-09-17) যুগান্তরপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৪ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মঙ্গলবার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এনএসইউ অডিটোরিয়ামে বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ, এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।