Browse
Recent Submissions
- ItemOpen Accessব্র্যাক ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি চুক্তি সই(ভোরের কাগজ, 2024-12-27) ভোরের কাগজনর্থ সাউথ ইউনিভার্সিটিকে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা আরো সহজ হবে, যা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নেও ভূমিকা রাখবে। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ সিস্টেমস মুনতাসির রহমান এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের হেড অব প্রোডাক্ট জিয়া সাজিদ।
- ItemOpen Accessব্র্যাক ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি চুক্তি সই(প্রথম আলো, 2024-12-30) প্রথম আলোনর্থ সাউথ ইউনিভার্সিটিকে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে, যা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নেও ভূমিকা রাখবে। ১ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ সিস্টেমস মুনতাসির রহমান, ট্রানজেকশন ব্যাংকিংয়ের হেড অব প্রোডাক্ট জিয়া সাজিদ এবং বসুন্ধরা ব্রাঞ্চের ক্লাস্টার ম্যানেজার শেখ নাবিদুর রহমান।
- ItemOpen AccessTouhid: South Asia, China must work together to ensure region's stability, development(Dhaka Tribune, 2024-12-28) Dhaka TribuneForeign Affairs Adviser Md Touhid Hossain says he hopes for the return of a peaceful and stable Myanmar, including the return of Rohingya refugees to Rakhine State, so that this connectivity can be established for mutual benefits. Touhid was speaking as the chief guest at an international conference titled "China-South Asia Civilization and Connectivity: History and Contemporary Issues" at North South University (NSU) in Dhaka. Chinese Ambassador to Bangladesh Yao Wen, speakers from Yunnan, Minzu and other Universities and NSU Vice Chancellor Prof Abdul Hannan Chowdhury also spoke. Touhid hoped for the return of a peaceful and stable Myanmar including the return of Rohingya refugees to Rakhine State with rights and security so that this connectivity can be established to the mutual benefit of our people.
- ItemOpen AccessBRAC Bank, NSU sign deal on cash management(New Age, 2024-12-27) New AgeBRAC Bank has partnered with North South University to deliver advanced cash management solutions to the latter, said a press release. Through this alliance, BRAC Bank will implement a tuition fee collection system for NSU through universal collection platform. To this end, BRAC Bank deputy managing director and corporate and institutional banking head Tareq Refat Ullah Khan and North South University vice-chancellor Abdul Hannan Chowdhury signed an agreement at NSU premises in Dhaka recently. The cash management solution will also provide real-time transaction updates to enhance transparency and accuracy and allow for immediate reconciliation, the release said.
- ItemOpen Accessসেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা - উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের সবাইকে কাজ করা উচিত(প্রথম আলো, 2024-12-28) প্রথম আলোপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দায়িত্বশীল অংশীদার হিসেবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত।শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ: ইতিহাস ও সমসাময়িক বিষয়’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। দুই দিনব্যাপী ওই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অধিবেশনে আরও বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী প্রমুখ।