Browse
Recent Submissions
- ItemOpen AccessCarvical cancer claims 7,000 lives in country annually(The Daily Sun, 2025-08-22) The Daily SunA seminar on cervical cancer awareness was organized today 21 August 2025 (Thursday) by NSU Model Pharmacy and Healthcare Pharmaceuticals Limited under the Department of Pharmaceutical Sciences of North South University (NSU). The keynote address was presented by Mohammad Minhaj Hossain, marketing manager of Healthcare Pharmaceuticals Limited. The chief guest was Professor Dr. Deepak Kumar Mitra, dean of the School of Health and Life Sciences, North South University. The session was chaired by Professor Mohammad Hossain Shahriar, Chairman of the Department of Pharmaceutical Sciences of North South University,
- ItemOpen Accessএনএসইউতে সার্ভিকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-08-25) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধীনস্থ এনএসইউ মডেল ফার্মেসি এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর যৌথ উদ্যোগে সার্ভিকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর মার্কেটিং বিভাগের ম্যানেজার মোহাম্মদ মিনহাজ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর অধ্যাপক ও ডিন ড. দীপক কুমার মিত্র। সেশনটির সভাপতিত্ব করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার এবং এনএসইউ মডেল ফার্মেসির সুপারিনটেনডেন্ট ড. বোরহান উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান চলচ্চিত্র উৎসব(বণিক বার্তা, 2025-08-18) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ফ্রন্টলাইন ডায়রি অব অ্যান আমেরিকান অফিসার’, ‘শেপিং অ্যান ইকুয়াল অ্যান্ড ইনভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার’ ও ‘ফ্রম রাশিয়া উইথ হার্ট’ এই তিনটি চলচ্চিত্র নিয়ে রাশিয়ান ফিল্ম ডে ২০২৫ হাজির হচ্ছে আজ । বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে সিনেমাগুলো। রাশিয়ান দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করছে এটি। চলচ্চিত্রগুলোর মাধ্যমে রাশিয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যাবে।
- ItemOpen Accessএনএসইউ হিউম্যান রিসোর্সেস ক্লাবের গ্রান্ড ফাইনাল(কালের কণ্ঠ, 2025-08-28) কালের কণ্ঠতারুণ্যের জয়, ভবিষ্যৎ নেতৃত্ব ও উদ্ভাবনের সন্ধানে নর্থ সাউথ ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্সেস ক্লাবের আয়োজনে ‘হোন্ডা প্রেজেন্টস এপিটোমি ৩.০, পাওয়ার্ড বাই শেফস এভিনিউ অ্যান্ড ব্রট টু ইউ বাই মিনিসো’র গ্র্যান্ড ফিনালে ও গালা নাইট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার সৈয়দ ইমামুজ্জামান উপস্থিত ছিলেন। বক্তব্য দেন হোন্ডা থেকে শাহ মুহাম্মাদ আশেকুর রাহমান, মিনিসো থেকে জেসন ইয়ান, গ্রামীণফোন থেকে শারিনা তোফাজ্জল এবং পারফেটি ভ্যান মেলে থেকে এম সাব্বির জাহাঙ্গীর। অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ।
- ItemOpen AccessNSU holds IELTS scholarship award ceremony(New Nation, 2025-08-27) New NationNorth South University’s office of external affairs hosted the IELTS scholarship award ceremony, celebrating the achievements of outstanding students in English proficiency, at the NSU in Dhaka on Monday. The ceremony was graced by Professor Abdul Hannan Chowdhury, vice-chancellor of North South University, who presented the award and emphasised the significance of English proficiency in today’s global education landscape. Maxim Raimann, exams director of British Council Bangladesh, was also present at the ceremony. The scholarship includes a cash prize of Tk 25,000.