Browse
Recent Submissions
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সাক্ষাৎ(বণিক বার্তা, 2025-01-21) বণিক বার্তাসাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এমএ কাশেমের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, ডিএমডি আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আ ফ ম গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- ItemOpen AccessSoutheast Bank, AUST strengthen ties for education and development(The Daily Star, 2025-01-22) The Daily StarA delegation led by Prof Golam Rahman, president of Dhaka Ahsania Mission and chairman of the Trustee Board of the Ahsanullah University of Science and Technology (AUST), recently visited MA Kashem, chairman of Southeast Bank, at the bank's head office in Dhaka. During the visit, the delegation commended Southeast Bank for its contributions to education, health, and poverty alleviation, and praised the quality of the bank's financial services.
- ItemOpen Accessএনএসইউ লাইব্রেরিতে অধ্যাপক মাহমুদ শাহ কোরেশীকে সম্মাননা(বণিক বার্তা, 2025-01-18) বণিক বার্তাবাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশীর অবদানকে সম্মান জানাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) লাইব্রেরি সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে অধ্যাপক কোরেশীর অমূল্য অবদানের জন্য প্রশংসা করা হয়।
- ItemOpen Accessমাহমুদ শাহ কোরেশীকে এনএসইউতে অধ্যাপক সম্মাননা(নয়া দিগন্ত, 2025-01-31) নয়া দিগন্তবাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশীর অবদানকে সম্মান জানাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) লাইব্রেরি সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে অধ্যাপক কোরেশীর অমূল্য অবদানের জন্য প্রশংসা করা হয়।
- ItemOpen AccessNSU celebrates ‘National Library Day 2025’(Financial Express, 2025-02-06) Financial ExpressNorth South University (NSU) Library celebrated ‘National Library Day 2025’ with a grand event on campus, reinforcing its commitment to academic excellence and knowledge-sharing. The event was inaugurated by the Vice-Chancellor of NSU, accompanied by the Treasurer, Pro-Vice-Chancellor (IC), Deans of the four Schools, and senior academic and administrative officials, according to a media release. Their presence, along with a large gathering of students, faculty members, and library professionals, made the celebration truly remarkable.