NSU News

Browse

Recent Submissions

Now showing 1 - 5 of 296
  • Item
    Open Access
    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় অনুষ্ঠিত হলো ফার্মা ফেস্ট ২০২৫
    (দৈনিক ইত্তেফাক, 2025-11-11) দৈনিক ইত্তেফাক
    জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের (এনএসইউপিসি) যৌথ আয়োজনে ‘ফার্মা ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রেনাটার এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার ড. আব্দুর রব খান, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সাইফ নাসের, রেনাটা ফার্মাসিউটিক্যালের এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের এমডি জারিন কারিম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। এছাড়াও অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি থেকে মো. বেনাজির আহমেদ, মি. এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো)।
  • Item
    Open Access
    Cinematographer Rashed Zaman delivers talk on film, architecture at NSU
    (The Financial Express, 2025-10-01) The Financial Express
    Renowned Bangladeshi cinematographer Rashed Zaman delivered a lecture at North South University (NSU) under the Department of Architecture’s Kathon Lecture Series, exploring the intricate connection between architecture and film. Drawing from his academic background in both fields and his professional journey from Hollywood to the Bangladeshi film industry, Zaman discussed how architectural thinking shapes visual diversity and spatial perception in cinema. He highlighted two core lessons from architecture—the ability to imagine in empty spaces and the value of discipline over intelligence—as essential to creative work. Zaman also noted key differences between the two disciplines, stressing that cinematography demands quicker visual evolution and involves more compromises due to environmental and budgetary constraints. Citing Polish cinematographer Witold Sobocinski, he shared a guiding principle that inspires his work: “Make pictures, don’t make photographs.”
  • Item
    Open Access
    নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব: রংতুলিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি
    (বাংলাদেশ প্রতিদিন, 2025-08-25) বাংলাদেশ প্রতিদিন
    নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব (এনএসইউএপিসি) আয়োজিত ‘কালারস অব রেভল্যুশন ২.০’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা গত বছরের জুলাই অভ্যুত্থানকে ঘিরে তাদের অনুভূতি ও স্মৃতিকে শিল্পের মাধ্যমে উপস্থাপন করেন। প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া আশরাফের বাংলাদেশের পতাকা মোড়ানো প্রতিবাদী লাশের মিছিলচিত্র প্রথম স্থান অর্জন করে। ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী ভঙ্গিতে আঁকা স্বৈরাচারের প্রতিচ্ছবি সুমাইয়া ফারাবির কাজ দ্বিতীয় স্থান পায়, আর শহীদ নাফিসের বহুল আলোচিত ছবির অনুপ্রাণিত চিত্রের জন্য তৃতীয় স্থান অর্জন করেন জাকিয়া জেরিন। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ এবং তাদের সৃজনশীল কাজগুলো অভ্যুত্থানের নানা স্মৃতিকে নতুনভাবে তুলে ধরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও এনএসইউএপিসির উপদেষ্টা এ কে এম সালেহ আহমেদ অনীক উপস্থিত ছিলেন।
  • Item
    Open Access
    এনএসইউতে ফার্মাসিস্ট দিবস পালিত
    (কালের কণ্ঠ, 2025-09-26) কালের কণ্ঠ
    ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে র‍্যালি, আলোচনা সভা, শিক্ষার্থী–শিক্ষক ইন্টারেক্টিভ সেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়া ছিলেন ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান, স্বাস্থ্যবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. দিপক কুমার মিত্র, সাইনোভিয়া ফার্মার সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক সৈয়দ এ বি তাহমিদ এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার।
  • Item
    Open Access
    এনএসইউতে এআই ও সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    (বণিক বার্তা, 2025-08-02) বণিক বার্তা
    নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এমসিজে প্রোগ্রামের উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাংবাদিকতা: মিডিয়া শিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক একটি সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রথম আলোর অনলাইন প্রধান শওকত হোসেন মাসুম। অনুষ্ঠানে একটি স্কোপিং রিপোর্ট উপস্থাপন করেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সমীক্ষা কৈরালা এবং এনএসইউর এমসিজে প্রোগ্রামের প্রভাষক জারিন তাসনিম। সঞ্চালনায় ছিলেন এনএসইউর সহকারী অধ্যাপক ড. সৌমিক পাল। সমাপনী বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. রিজওয়ানুল ইসলাম।