Browse
Recent Submissions
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনী(যায়যায়দিন, 2024-11-07) যায়যায়দিন১৩তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এবং ফটোগ্রাফি ক্লাব। এই ফটোগ্রাফি প্রদর্শনী বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্প প্রতিভা এবং দৃষ্টিভঙ্গি প্রদর্শনের একটি গ্লোবালি স্বীকৃত অনুষ্ঠান। এই আয়জনে বিশ্বের ৫০টি দেশের ৪৫০ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেছেন। এই প্রদর্শনী তিনটি দেশে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- নেপালের সিদ্ধার্থ আর্ট গ্যালারি ৮-৯ নভেম্বর, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘর ১৫-১৮ নভেম্বর, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ২৬-২৭ নভেম্বর এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী হলে ২৫-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
- ItemOpen Accessএনএসইউতে থিসিস প্রদর্শনী ও বই প্রকাশনা অনুষ্ঠান(যায়যায়দিন, 2024-12-04) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্থাপত্য বিভাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থিসিস প্রজেক্ট প্রদর্শনী ও বই প্রকাশনা অনুষ্ঠান, স্প্রিং ২০২৪ আয়োজন করেছে। রোববার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আজ বুধবার ( ৪ ডিসেম্বর) পর্যন্ত। রোববার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি প্রফেসর মো. রফিক আজম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইপিএস-এর ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেইন।
- ItemOpen Accessএনএসইউ আইন স্নাতক আইন সিম্পোজিয়াম গ্রীষ্ম অনুষ্ঠিত(যায়যায়দিন, 2024-12-02) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি আইন বিভাগে 'এনএসইউ আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম সামার ২০২৪' গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। ২০২১ সাল থেকে নিয়মিতভাবে তরুণ আইনি গবেষকদের একাডেমিক অবদান উদযাপন করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি আইন বিভাগ এই সিম্পোজিয়ামটি আয়োজন করছে। এবারের সিম্পোজিয়ামে নিবন্ধ জমা দেওয়ার সংখ্যা ছিল অভূতপূর্ব। প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী তাদের গবেষণা নিবন্ধ জমা দেন, যার মধ্যে ১৩টি নিবন্ধ চূড়ান্তভাবে উপস্থাপনার জন্য মনোনীত হয়। সিম্পোজিয়ামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াক আহমেদ।
- ItemOpen AccessNorth South University - ‘BBA Curriculum Live Interface’ launched(The Daily Sun, 2024-10-08) The Daily SunThe School of Business and Economics of North South University (NSU) has launched the ‘BBA Curriculum Live Interface’ for students. The curriculum was launched at a function organized by the NSU BBA Program Office on October 3. The function was attended by Vice-Chancellor Professor Abdul Hannan Chowdhury, Deans, Chairmen, Directors and other officials of various schools. BBA Program Director Dr. Mehe Z Rahman highlighted the significance of this innovative platform and said that it is a unique medium for students.
- ItemOpen AccessDelhi needs to address Dhaka’s concerns - Foreign adviser says ties between two countries may improve if India does so(The Daily Star, 2024-12-01) The Daily StarForeign Adviser Touhid Hossain yesterday said Bangladesh-India relations could have improved if New Delhi had addressed Dhaka's concerns. "Bangladesh's previous government tried its best to address the concerns of India…. But India did not take measures to address those of Bangladesh," he said. The adviser was speaking at a roundtable on India-Bangladesh relationship, co-hosted by the South Asian Institute of Policy and Governance (SIPG) and North South University's political science and sociology department, at the university. Touhid said Bangladesh is not a threat to anyone. Addressing the event, BNP Vice Chairman SM Asaduzzaman Ripon said the AL regime provided facilities to India without proper negotiations, solely to stay in power, thereby weakening its bargaining position. AB Party Joint Member Secretary Asaduzzaman Fuaad, former diplomat Saquib Ali, NSU Vice Chancellor Prof Abdul Hannan Chowdhury, SIPG Director Sk Tawfique M Haque and NSU Associate Professor M Jashim Uddin also spoke at the event.