Browse
Recent Submissions
- ItemOpen Accessএনএসইউতে লুৎফে সিদ্দিকীর পাবলিক লেকচার(বাংলাদেশ প্রতিদিন, 2025-12-08) বাংলাদেশ প্রতিদিন৩ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অডি-৮০১-এ “Opportunities Beyond the Comfort Zone : Bangladesh from a Global Perspective” শীর্ষক একটি পাবলিক লেকচারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সেশনটির সভাপতিত্ব করেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। স্বাগত বক্তব্য দেন এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (সিপিজি) পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম. হক।
- ItemOpen Accessএনএসইউ তে ভূমিকম্প নিয়ে বিজ্ঞপ্তি(মানবজমিন, 2025-11-24) মানবজমিন৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভবনের প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোনো ক্রটির প্রমাণ মেলেনি। আজ রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর, শুক্রবার, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে ভবন পরিদর্শন করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোন ক্রটির প্রমাণ মেলেনি। ভূমিকম্পসহ প্রাকৃতিক নড়াচড়ায় ভবনের চাপ সহনীয় করতে নির্মাণের কৌশল হিসেবে এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহৃত হয়। আজ সকালে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
- ItemOpen AccessNSU pays tribute to Khaleda Zia(New Age, 2026-01-03) New AgeNorth South University organised a dua mahfil to pay tribute to Khaleda Zia, the first female prime minister of Bangladesh, former three-time prime minister and chairperson of the Bangladesh Nationalist Party, on Thursday, says a press release. The event was attended by faculty members, students, administrative staff and members of the Board of Trustees. M A Kashem, member and former chairman, Board of Trustees, NSU; Mohammed Shajahan, member, Board of Trustees, NSU; Professor Abdur Rob Khan, treasurer, NSU, and NSU Deans paid tributes in the condolence meeting. NSU Vice-Chancellor Professor Abdul Hannan Chowdhury presided over the event. NSU Registrar Dr. Ahmed Tajmin delivered the inaugural speech.
- ItemOpen Accessএনএসইউতে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা(দৈনিক ইত্তেফাক, 2026-01-03) দৈনিক ইত্তেফাকনর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দোয়া ও শোকসভা আয়োজন করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভায় এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান এম. এ. কাশেম; এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান; এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, এনএসইউ-এর ডিনবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এনএসইউ-এর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন উদ্বোধনী বক্তব্য রাখেন।
- ItemOpen Accessবেগম খালেদা জিয়ার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক বার্তা(বাংলাদেশ প্রতিদিন, 2025-12-31) বাংলাদেশ প্রতিদিন; The Daily Starসুদীর্ঘ চার দশকের গণতান্ত্রিক সংগ্রামের পুরোধা, আপোষহীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটি গভীরভাবে শোকাভিভূত। তার মৃত্যুতে জাতি একজন পরীক্ষিত রাষ্ট্রনায়ক ও অভিভাবকতূল্য রাজনীতিককে হারালো। নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এ মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে এ শোকের সময়ে তার পরিবার, স্বজন, অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।