এনএসইউতে আইসিটিবির গণশুনানি অনুষ্ঠিত
creativework.keywords | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ, আইসিটিবি, জুলাই গণহত্যা ২০২৪, গণশুনানি, এনএসইউ | |
dc.contributor.author | বণিক বার্তা | |
dc.date.accessioned | 2025-04-17 | |
dc.date.accessioned | 2025-04-17T10:00:15Z | |
dc.date.available | 2025-04-17T10:00:15Z | |
dc.date.issued | 2025-02-08 | |
dc.description.abstract | নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘জুলাই গণহত্যা ২০২৪’ সম্পর্কিত প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ (আইসিটিবি) আয়োজিত এই গণশুনানি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। এতে সাক্ষ্য গ্রহণ, প্রমাণ পর্যালোচনা ও ঘটনার তদন্ত পরিচালনা করা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান এবং রেজিস্ট্রার অধ্যাপক আহমেদ তাজমীন। এতে আরও অংশ নেন প্রধান প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল) মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম, প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ, প্রসিকিউটর মো. শহিদুল ইসলাম সরদার, প্রসিকিউটর ফারুক আহমেদ, প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান, প্রসিকিউটর জেনারেল মো. সাইমুম রেজা তালুকদার, প্রসিকিউটর এস. এম. মইনুল করিম, প্রসিকিউটর শাইখ মাহদি, প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং প্রসিকিউটর মো. হাসানুল বান্না। | |
dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1132 | |
dc.language.iso | bn | |
dc.publisher | বণিক বার্তা | |
dc.title | এনএসইউতে আইসিটিবির গণশুনানি অনুষ্ঠিত | |
dc.type | Newspaper Article |