ডিগ্রি নয় দায়িত্বের শপথ - এনএসইউ সমাবর্তনে গণতন্ত্র ও নৈতিক নেতৃত্বের আহ্বান
| creativework.keywords | সমাবর্তন, ২৬তম সমাবর্তন, চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা, এনএসইউ | |
| dc.contributor.author | আমাদের সময় | |
| dc.date.accessioned | 2026-01-14 | |
| dc.date.accessioned | 2026-01-14T08:45:12Z | |
| dc.date.available | 2026-01-14T08:45:12Z | |
| dc.date.issued | 2026-01-08 | |
| dc.description.abstract | গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে মোট ৩ হাজার ৩২২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। সমাবর্তনে কনভোকেশন চেয়ার হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, আজকের দিনটি শুধু ডিগ্রি অর্জনের নয়; তোমরা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রকে কী দেবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন I অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. শাহজাহান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ; এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; এনএসইউ’র উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ; এবং এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান। | |
| dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1578 | |
| dc.language.iso | bn | |
| dc.publisher | আমাদের সময় | |
| dc.title | ডিগ্রি নয় দায়িত্বের শপথ - এনএসইউ সমাবর্তনে গণতন্ত্র ও নৈতিক নেতৃত্বের আহ্বান | |
| dc.type | Newspaper Article |