এনএসইউতে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন- সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ
creativework.keywords | ‘আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৪’, এনএসইউ, এসআইপিজি, গোলটেবিল আলোচনা | |
dc.contributor.author | ভোরের কাগজ | |
dc.date.accessioned | 2024-10-21 | |
dc.date.accessioned | 2024-10-21T10:07:30Z | |
dc.date.available | 2024-10-21T10:07:30Z | |
dc.date.issued | 2024-09-22 | |
dc.description.abstract | নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত ‘আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৪’ উদযাপন করে ছাত্রদের একটি গোলটেবিল আলোচনায় তাহমিদ আল মুদাসসীর চৌধুরী এসব কথা বলেন। এ বছরের জাতিসংঘের থিম ‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’র সঙ্গে সামঞ্জস্য রেখে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। গোলটেবিল আয়োজনের মডারেটর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মিস পারিসা শাকুর প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি তার সূচনা বক্তব্যে উল্লেখ করেন যে, সংঘাতপূর্ণ এই বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং অনুষ্ঠানের অন্যতম আলোচক ড. এম জসীম উদ্দিন গবেষণা, সংলাপ এবং স¤প্রদায়ের সম্মিলিত সম্পৃক্ততার মাধ্যমে শান্তি এবং কূটনীতি প্রচারে সিপিএসের ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য সিপিএস এবং এসআইপিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শান্তি অর্জনের জন্য আমাদের পূর্ব নির্ধারিত তর্ক-বিতর্কের বাইরে গিয়ে আমরা সমাজে যে প্রতিবন্ধকতা তৈরি করেছি তা ভেঙে ফেলতে হবে। শান্তি দিবস আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনার সমন্বয়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিপিএসের সমন্বয়ক ড. আব্দুল ওহাব। | |
dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/969 | |
dc.language.iso | bn | |
dc.publisher | ভোরের কাগজ | |
dc.title | এনএসইউতে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন- সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ | |
dc.type | Newspaper Article |