নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন - বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার সহজ হলে জ্ঞানের বিস্তার বাড়বে: শিক্ষা উপদেষ্টা
| creativework.keywords | সমাবর্তন, ২৬তম সমাবর্তন, চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা, এনএসইউ | |
| dc.contributor.author | বণিক বার্তা | |
| dc.date.accessioned | 2026-01-14 | |
| dc.date.accessioned | 2026-01-14T07:20:40Z | |
| dc.date.available | 2026-01-14T07:20:40Z | |
| dc.date.issued | 2026-01-08 | |
| dc.description.abstract | বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা যদি কেবল ব্যক্তিগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই শিক্ষা যথাযথভাবে কাজে লাগে না। সমাজকে এগিয়ে নিতে শিক্ষার সুযোগ ও অর্জিত জ্ঞান ব্যবহার করাই শিক্ষার্থীদের মূল দায়িত্ব। এবারের সমাবর্তনে মোট ৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার কথা থাকলেও দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থা সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। | |
| dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1577 | |
| dc.language.iso | bn | |
| dc.publisher | বণিক বার্তা | |
| dc.title | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন - বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার সহজ হলে জ্ঞানের বিস্তার বাড়বে: শিক্ষা উপদেষ্টা | |
| dc.type | Newspaper Article |