এনএসইউতে এমপিপিজি ও ইএমপিজি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Date
2025-01-19
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে আজ (শনিবার) মাস্টার ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি) এর ১২তম ব্যাচ এবং এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) এর ৭ম ব্যাচের স্প্রিং ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমপিপিজি প্রোগ্রামটি মূলত বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সরকারি কর্মকর্তাদের শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসআইপিজি'র পরিচালক অধ্যাপক শেখ তওফিক এম হক। নতুন শিক্ষার্থীদের পরিচয় পর্বের পর, এনএসইউ'র পিএসএস বিভাগের চেয়ার ও এসআইপিজি'র গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর (জিপিসি) ড. রিজওয়ান খায়ের এমপিপিজি ও ইএমপিজি প্রোগ্রামগুলোর বিস্তারিত তুলে ধরেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
নয়াদিগন্ত