নর্থ সাউথের ২৬ তম সমাবর্তন : শিক্ষার্থীদের নেতৃত্ব, গণতন্ত্র রক্ষা ও জনকল্যাণে অবদান রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার
| creativework.keywords | সমাবর্তন, ২৬তম সমাবর্তন, চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা, এনএসইউ | |
| dc.contributor.author | প্রথম আলো | |
| dc.date.accessioned | 2026-01-13 | |
| dc.date.accessioned | 2026-01-13T10:05:47Z | |
| dc.date.available | 2026-01-13T10:05:47Z | |
| dc.date.issued | 2026-01-08 | |
| dc.description.abstract | নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা ও জনকল্যাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ হাজার ৩২২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়, যার মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক ও ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনভোকেশন মার্শাল এবং বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুন মোল্লা। অনুষ্ঠানে ডিগ্রিপ্রার্থীদের উপস্থাপন করেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস. স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস. স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিনবৃন্দ । সমাবর্তন বক্তার বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। তাঁদের দিকে তাকিয়ে আছে তাঁদের বাবা-মা, তোমাদের শিক্ষকেরা এবং পুরো দেশ।’ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আরো বক্তব্য দেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আজিজ আল কায়সার, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন I অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, মো. শাহজাহান, ইয়াছমিন কামাল, রেহানা রহমান, দুলুমা আহমেদ, সহ–উপাচার্য নেছার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আবদুর রব খান। | |
| dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1574 | |
| dc.language.iso | bn | |
| dc.publisher | প্রথম আলো | |
| dc.title | নর্থ সাউথের ২৬ তম সমাবর্তন : শিক্ষার্থীদের নেতৃত্ব, গণতন্ত্র রক্ষা ও জনকল্যাণে অবদান রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার | |
| dc.type | Newspaper Article |