কমিউনিটি ব্যাংক -নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চুক্তি

Abstract
সোমবার রাজধানীর এনএসইউ ক্যাম্পাসে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট (এনএসইউএসএন) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) কিমিওয়া সাদ্দাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এনএসইউএসএন-এর পরিচালক (ইনচার্জ) স্যামুয়েল মুরসালিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
নয়া দিগন্ত
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections