এনএসইউতে ঢাকা-চায়না ডে: চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পরামর্শ

creativework.keywordsঢাকা-চায়না ডে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, কনফুসিয়াস ইনস্টিটিউট
dc.contributor.authorবণিক বার্তা
dc.date.accessioned2024-10-14
dc.date.accessioned2024-10-14T09:32:45Z
dc.date.available2024-10-14T09:32:45Z
dc.date.issued2024-09-25
dc.description.abstractঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজন ‘ঢাকা-চায়না ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আরও অনেক উপায়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমি চীনের রাষ্ট্রদূতকে পাট খাতে অংশীদারত্বের সুযোগগুলো খুঁজে বের করতে উৎসাহিত করছি। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল সিদ্দিকী।
dc.identifier.urihttps://repository.northsouth.edu/handle/123456789/955
dc.language.isobn
dc.publisherবণিক বার্তা
dc.titleএনএসইউতে ঢাকা-চায়না ডে: চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পরামর্শ
dc.typeNewspaper Article
Files
Collections