এনএসইউতে আলোচনা : শেখ হাসিনার মুক্তি দেশের অগ্রযাত্রার প্রথম ধাপ ছিল
Date
2024-06-12
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
গতকাল মঙ্গলবার ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ‘কারাগার থেকে কারামুক্তি : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে ইউনিভার্সিটির অডি-৮০১ হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক মীজানুর রহমান। বক্তব্য দেন নাজমা আক্তার এমপি, ফোরামের সহসভাপতি অধ্যাপক রাশিদ আসকারী ও বঙ্গবন্ধু গবেষক মো. আফিজুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং পরিচালনা করেন ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক ও জনসংযোগ বিভাগের পরিচালক আসিফ বিন আলী।
Description
Keywords
Citation
Department Name
Publisher
কালের কণ্ঠ