এনএসইউতে শ্বেতী রোগ নিয়ে সচেতনতামূলক সেমিনার
creativework.keywords | শ্বেতী রোগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস | |
dc.contributor.author | বণিক বার্তা | |
dc.date.accessioned | 2024-11-04 | |
dc.date.accessioned | 2024-11-04T06:55:46Z | |
dc.date.available | 2024-11-04T06:55:46Z | |
dc.date.issued | 2024-09-28 | |
dc.description.abstract | শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সস ক্লাব ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত শ্বেতী রোগ সচেতনতা বিষয়ক এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ও বক্তারা এমনটি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা তুজ জোহরা। সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন প্রফেসর ড. দীপক কুমার মিত্র। স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড.এসএম সাইদুর রহমান মাশরেকি। শ্বেতী রোগের নিরাময় ও প্রতিকারের বিষয়ে বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোস্তফা কামাল পাশা এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারাননুম। সেমিনারের সমাপনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. আজিজ বিন শরীফ। | |
dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/984 | |
dc.language.iso | bn | |
dc.publisher | বণিক বার্তা | |
dc.title | এনএসইউতে শ্বেতী রোগ নিয়ে সচেতনতামূলক সেমিনার | |
dc.type | Newspaper Article |