দেশের শিক্ষা ব্যবস্থা এক ধরনের আমলাতান্ত্রিক জালে আটকা আছে : বণিক বার্তা সাক্ষাৎকার -নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী
Date
2025-01-24
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক পর্যায় থেকে ওপরের স্তরে প্রতিটি ক্ষেত্রে ঘাটতি রয়ে যাচ্ছে। আমরা যদি তাদের দক্ষতা গড়ার দিকে মনোযোগ দিতাম, তাহলে কিন্তু তারা নিজেরা চাকরি খোঁজার চেয়ে অন্যের জন্য চাকরি সৃষ্টির দিকে মনোযোগী হতে পারত। আমাদের রাষ্ট্রকাঠামো শিক্ষাকে অনেকটা প্রশাসনিক বিধিনিষেধের মধ্যে রেখেছে। অথচ শিক্ষা বা উচ্চশিক্ষা তো আসলে মুক্ত হওয়া উচিত। বাংলাদেশকে এগোতে হলে উচ্চশিক্ষাকে স্বাধীনতা দিতে হবে। সেই স্বাধীনতা যদি না দিই, বাংলাদেশ কখনো এগোতে পারবে না। নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা সব সময় উদ্ভাবন, সৃজনশীলতাকে উৎসাহ দিই। উপাচার্য হিসেবে আমার চেষ্টা থাকবে—আরও বেশি আন্তর্জাতিকীকরণ। আমার চেষ্টা থাকবে, নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আরও বৈশ্বিক জায়গায় নিয়ে যাওয়া।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা