নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় অনুষ্ঠিত হলো ফার্মা ফেস্ট ২০২৫
| dc.contributor.author | দৈনিক ইত্তেফাক | |
| dc.date.accessioned | 2025-11-19 | |
| dc.date.accessioned | 2025-11-19T08:16:29Z | |
| dc.date.available | 2025-11-19T08:16:29Z | |
| dc.date.issued | 2025-11-11 | |
| dc.description.abstract | জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের (এনএসইউপিসি) যৌথ আয়োজনে ‘ফার্মা ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রেনাটার এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার ড. আব্দুর রব খান, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সাইফ নাসের, রেনাটা ফার্মাসিউটিক্যালের এমডি ও সিইও সৈয়দ এস কায়সার কবির, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের এমডি জারিন কারিম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। এছাড়াও অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি থেকে মো. বেনাজির আহমেদ, মি. এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো)। | |
| dc.identifier.uri | https://repository.northsouth.edu/handle/123456789/1488 | |
| dc.language.iso | bn | |
| dc.publisher | দৈনিক ইত্তেফাক | |
| dc.title | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় অনুষ্ঠিত হলো ফার্মা ফেস্ট ২০২৫ | |
| dc.type | Newspaper Article |