র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি

Abstract
মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র‍্যাঙ্কিংয়ের এশিয়ার সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ৩১টি অঞ্চলের ৬৬৯টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে তৈরি করা এই র‍্যাঙ্কিংয়ে ঢাবি ১৮৬তম ও নর্থ সাউথ ১৯২তম স্থানে রয়েছে। পারফরম্যান্স ভালো হওয়ায় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথমবারের মতো এ র‍্যাঙ্কিংয়ে জায়গা পেল।
Description
Keywords
Citation
Department Name
Publisher
Daily Manobkantha
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections