NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "আমার দেশ"
Now showing 1 - 4 of 4
Results Per Page
Sort Options
- ItemOpen Accessআলোচনা সভায় মির্জা ফখরুল: আসুন সবাই মিলে প্রফেসর ইউনূসকে সাহায্য করি(আমার দেশ, 2025-04-20) আমার দেশসবাই মিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনার হলে আয়োজিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ’ মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক সমস্যা আমাদের আছে, বরাবরই আছে। আসুন, আমরা সবাই এক হয়ে কাজ করি। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। আমি প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে, তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে, তিনি সফল হবেন। আসুন, সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। তিনি বলেন, ‘দেশের প্রান্তিক মানুষের কথা কেউ বলে না। আমাদের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ, বৈষম্য তো তাদের কাছে, পুরো বৈষম্য তো সেখানে। তাদের কথা বলা দরকার, তারা হেসেখেলে তাদের কাজ করছেন এবং বাংলাদেশকে টেনে তুলে ধরছেন।নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন প্রমুখ। সেমিনারে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- ItemOpen Accessএনএসইউতে সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশন(আমার দেশ, 2025-07-01) আমার দেশড. মুহাম্মদ ইউনূস তার থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চান জানিয়ে বলেন, ‘আমরা থ্রি জিরোর একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। থ্রি জিরো হলো শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই।’ রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, নিযামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কো-চেয়ার এবং বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাগেলদিন I
- ItemOpen Accessনারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এনএসইউ’র শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ(আমার দেশ, 2025-03-10) আমার দেশগণঅভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী, শিশুসহ সমাজের সকল শ্রেণিপেশার নারীর উপর সহিংস সংঘবন্ধ আক্রমণ এবং বিভিন্ন স্থানে নারীকে ক্রমাগত হেনস্থার বিরুদ্ধে আজ প্রতিবাদ সমাবেশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষক-শিক্ষার্থীরা।
- ItemOpen Accessশহীদ মিনারে এনএসইউ'র জুলাই আন্দোলন(আমার দেশ, 2025-07-03) আমার দেশজুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরব প্রতিবাদ কর্মসূচি পালন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা I