Browse
Recent Submissions
- ItemOpen Accessএন এস ইউ সোশ্যাল সংলাপে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড ইউনুস : সোশ্যাল বিজনেস সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে(বণিক বার্তা, 2025-06-30) বণিক বার্তাড. মুহাম্মদ ইউনূস তার থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চান জানিয়ে বলেন, ‘আমরা থ্রি জিরোর একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। থ্রি জিরো হলো শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই।’ রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, নিযামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কো-চেয়ার এবং বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাগেলদিন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, নরওয়ের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাবেক মন্ত্রী ও ইউএন এনভায়রনমেন্টের সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আজিজ আল কায়সার।
- ItemOpen Accessএনএসইউতে সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশন(বণিক বার্তা, 2025-06-30) বণিক বার্তাড. মুহাম্মদ ইউনূস তার থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চান জানিয়ে বলেন, ‘আমরা থ্রি জিরোর একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। থ্রি জিরো হলো শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই।’ রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, নিযামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কো-চেয়ার এবং বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাগেলদিন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, নরওয়ের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাবেক মন্ত্রী ও ইউএন এনভায়রনমেন্টের সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আজিজ আল কায়সার।
- ItemOpen Accessনর্থ সাউথে আলোচনা সভা : জুলাই আন্দোলনের ভাষা দিয়েছেন কাজী নজরুল ইসলাম:(যুগান্তর, 2025-07-03) যুগান্তরজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকীর্তি ও জুলাই অভ্যুত্থানে তার বিদ্রোহী চেতনার প্রভাব নিয়ে বুধবার নর্থসাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। আলোচনায় অংশ নেন এনএসইউর ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক, লেখক ও চিন্তক সলিমুল্লাহ খান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, এনএসইউর ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান। যুগান্তর সম্পাদক দেশবরেণ্য কবি আবদুল হাই শিকদার বলেছেন, নজরুল না থাকলে জুলাই আন্দোলনের ভাষা আমরা পেতাম না। তার কবিতা ও গান আমাদের সংগ্রামের ভাষা দিয়েছে। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, নজরুলের লেখা শত বছর আগে হলেও আজও সমান প্রাসঙ্গিক। মাত্র দুই যুগের কম সময়ে তিনি যে সাহিত্য ভান্ডার রেখে গেছেন, তা বিস্ময়কর। নজরুলকে তিনটি শব্দে বর্ণনা করতে হলে বলব মানবতা, স্বাধীনতা ও সম্মান।
- ItemOpen Accessউদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশে এনএসইউ স্টার্টআপ নেক্সট ও বিএইচটিপির যৌথ উদ্যোগ(বণিক বার্তা, 2025-06-02) বণিক বার্তাউদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইনকিউবেশন প্লাটফর্ম এনএসইউ স্টার্টআপ নেক্সট (এনএসইউএসএন) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) সম্প্রতি যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান, এনএসইউ উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী ও বিএইচটিপিএর ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার I
- ItemOpen Accessকিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি(মানবজমিন, 2025-06-21) মানবজমিনকিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯৫১–১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ বছর বিশ্বের ১৪৩টি দেশের ৪,১৫০টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। ১৯ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ’র অবস্থান এবার সবার শীর্ষে।