NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "জনকণ্ঠ"
Now showing 1 - 3 of 3
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএন এস ইউ তে আলোক চিত্র প্রদর্শনী (কনফুসিয়াস )(জনকণ্ঠ, 2024-01-18) জনকণ্ঠনর্থ সাউথ ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্দ্যোগে চীনা দূতাবাস ও ইউনান প্রাদেশিক সরকারের সহযোগিতায় আলোক চিত্র প্রদর্শনী আয়োজন করা হয় ।
- ItemOpen Accessমহান শহীদ দিবস (২১ শে ফেব্রুয়ারী)ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠান(জনকণ্ঠ, 2024-02-23) জনকণ্ঠমহান শহীদ দিবস (২১ শে ফেব্রুয়ারী)ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা ড: কামাল আবু নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এন এস ইউ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান জনাব জাভেদ মুনির আহমেদ।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্ভোধন(জনকণ্ঠ, 2025-07-21) জনকণ্ঠসম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে ভিসা কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি; মোঃ আবিদুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), সাউথইস্ট ব্যাংক পিএলসি; এবং মোঃ সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা – বাংলাদেশ, নেপাল ও ভুটান। এই ক্যাম্পেইনটি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন, যা একাডেমিক সম্প্রদায়ের জন্য নিরাপদ, আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা প্রসারে অবদান রাখবে।