NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "নয়া দিগন্ত"
Now showing 1 - 4 of 4
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের নাম (কিউ এস র্যাংকিং ২০২৬)(নয়া দিগন্ত, 2025-11-05) নয়া দিগন্তএশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬’ প্রকাশিত হয়েছে। এতে এশিয়ার এক হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।এ তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে অবস্থান ১৩২তম, যা গতবার ছিল ১১২তম। সেরা ২০০ প্রতিষ্ঠানের তালিকায় দেশের আরও ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১৪৯তম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৬৫তম।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটিতে ঢাকার নদী বিষয়ক সেমিনারে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান(নয়া দিগন্ত, 2025-09-23) নয়া দিগন্তনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি), এইচ অ্যান্ড এইচ (হুসেন অ্যান্ড হুসেন) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বিআইডব্লিউটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বার্কি, ডাইকি এক্সিস ও সিএসডি একাডেমির সমর্থনে এনএসইউ-এর সিন্ডিকেট হলে “ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করা: টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প” শীর্ষক একটি নীতি সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানের সম্মানিত অতিথি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহরের প্রকৃতি-কেন্দ্রিক অগ্রাধিকারের অভাবের ওপর জোর দেন। বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাজ ঢাকার দুটি মৃত নদীর সফল পুনরুদ্ধারের কথা তুলে ধরেন I সেশন চেয়ার, এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন যে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রায়শই আলোচনা হলেও দূষণকে তার উৎস থেকে মোকাবিলা করার চেষ্টা করতে হবে।
- ItemOpen Accessমাহমুদ শাহ কোরেশীকে এনএসইউতে অধ্যাপক সম্মাননা(নয়া দিগন্ত, 2025-01-31) নয়া দিগন্তবাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশীর অবদানকে সম্মান জানাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) লাইব্রেরি সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে অধ্যাপক কোরেশীর অমূল্য অবদানের জন্য প্রশংসা করা হয়।
- ItemOpen Accessশিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত এনএসইউ ক্যাম্পাস(নয়া দিগন্ত, 2024-08-02) নয়া দিগন্তপ্রায় দেড় মাসের বিরতি দিয়ে জুলাই বিপ্লবের পর আবারো গতকাল শ্রেণীকক্ষে ফিরেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীরা। অনেক দিন পর সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পেরে তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে। এ সময় এনএসইউ’র শিক্ষক-কর্মকর্তারা তাদের স্বাগত জানান এবং হাতে স্মারক উপহার তুলে দেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়েছে। এনএসইউর ভারপ্রাপ্ত ভিসি ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান বলেন, অনেক দিন পর শিক্ষার্থীদের হাসিমুখ দেখতে পেরে ভালো লাগছে। ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত বলেই মনে হচ্ছে। শিক্ষা কার্যক্রম চালু রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের কোনো প্রত্যাশা থাকলে আমরা তা শুনতে চাই।