NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "বনিক বার্তা"
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএনএসইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন(বনিক বার্তা, 2024-12-28) বনিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গতকাল 'চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগ: ইতিহাস ও সমসাময়িক বিষয়’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দায়িত্বশীল অংশীদার হিসেবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত। অধিবেশনে আরও বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা কর্মসূচি এবং মেধার লালন ও বিনিময় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশি শিক্ষাবিদদের সঙ্গে সহযোগিতা করতে তাঁর দেশ প্রস্তুত বলে উল্লেখ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গবেষণা, সাংস্কৃতিক আদান–প্রদান ও যৌথ প্রকল্পে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।