Browsing by Author "যায়যায়দিন"
Now showing 1 - 20 of 30
Results Per Page
Sort Options
- ItemOpen Accessইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান স্টাডিজ অ্যাসোসিয়েশন (আইএইচএসএ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) গাজায় যুদ্ধ নিয়ে বিবৃতি(যায়যায়দিন, 2023-11-13) যায়যায়দিন; যায়যায়দিনরাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৫-৭ নভেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান স্টাডিজ অ্যাসোসিয়েশন (আইএইচএসএ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) যৌথ উদ্যোগে তিন দিন আয়োজিত এক অনুষ্ঠানে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে বিবৃতি প্রদান।
- ItemOpen Accessএন এস ইউ তে স্প্রিং ২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত(যায়যায়দিন, 2023-11-05) যায়যায়দিনএন এস ইউ তে স্প্রিং ২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগে ছয় হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে।
- ItemOpen Accessএন এস ইউ'তে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠান(যায়যায়দিন, 2024-03-27) যায়যায়দিনযথাযোগ্য মর্যাদায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চোধূরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এস ইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। এ উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
- ItemOpen Accessএন এস ইউতে ১৩ তম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পরিষদ সম্মেলনে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ শীর্ষক সভা(যায়যায়দিন, 2024-02-18) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটিতে '১৩ তম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পরিষদ সম্মেলনে' বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি ছিলেন এন এস ইউ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান।
- ItemOpen Accessএনএসইউ উপাচার্যের এসিইউ ভাইস চ্যান্সেলস সামিটে অংশগ্রহণ(যায়যায়দিন, 2024-05-18) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)ভাইস চ্যান্সেলর সামিটে অংশ নেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত ১৫ মে অনুষ্ঠিত উক্ত সামিটে সারা বিশ্বের শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হোন।
- ItemOpen Accessএনএসইউ ও তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত(যায়যায়দিন, 2023-10-03) যায়যায়দিনএকাডেমিক এবং যৌথ গবেষণা উদ্যোগ বাড়ানোর লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইউনিভার্সিটি অব তাসমানিয়ার (ইউটিএএস) মধ্যে গত ২৯ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ার হোবার্টে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং তাসমানিয়া বিশ্ববিদ্যাললয়ের এক্সিকিউটিভ ডিন অধ্যাপক স্টুয়ার্ট ক্রিস্পিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
- ItemOpen Accessএনএসইউ ও তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত(যায়যায়দিন, 2023-10-03) যায়যায়দিনএকাডেমিক এবং যৌথ গবেষণা উদ্যোগ বাড়ানোর লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইউনিভার্সিটি অব তাসমানিয়ার (ইউটিএএস) মধ্যে গত ২৯ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ার হোবার্টে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং তাসমানিয়া বিশ্ববিদ্যাললয়ের এক্সিকিউটিভ ডিন অধ্যাপক স্টুয়ার্ট ক্রিস্পিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
- ItemOpen Accessএনএসইউতে আলোকচিত্র প্রদর্শনী(যায়যায়দিন, 2024-08-22) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম এবং এনএসইউ টিভি, রেডিও ও ডিজিটাল ল্যাব 'আলোকচিত্রে ছাত্র-জনতার বিপ্লব' শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এনএসইউ প্লাজা এরিয়ায় বুধবার সকাল ১০টা থেকে প্রদর্শনী শুরু হয়। আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- প্রখ্যাত আলোকচিত্র শিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলম, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, এনএসইউ'র উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, এনএসইউ'র সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম ইমশিয়াত, এনএসইউ'র সহকারী অধ্যাপক ড. মো. তৌফিক ই এলাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মুদাচ্ছির এবং এনএসইউ'র অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
- ItemOpen Accessএনএসইউতে গবেষণা প্রবন্ধ উপস্থাপন(যায়যায়দিন, 2024-03-25) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং প্রভাষক নাফিজ আহমেদ অভিবাসীদের অভিযোগ ব্যবস্থাপনা কমিটি প্রাতিষ্ঠানিকীকরণের জন্য কার্যকরী পন্থা অনুসন্ধান করার লক্ষ্যে একটি গবেষণা পরিচালনা করেছেন। সম্প্রতি এনএসইউতে এক অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পার্লামেন্টারিয়ানস ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের কো-চেয়ারপারসন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সিমস প্রকল্পের পরিচালক মো. আবুল বাসারসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessএনএসইউতে সামার ২০২৪ সেমেস্টারের ভর্তি পরীক্ষা(যায়যায়দিন, 2024-04-21) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) শনিবার বসুন্ধরায় তার বিস্তীর্ণ ক্যাম্পাসে সামার ২০২৪ সেমিস্টারের (স্নাতক প্রোগ্রাম) ভর্তি পরীক্ষার আয়োজন করেছে।চারটি স্কুল, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর ভর্তি পরীক্ষায় প্রায় ৭,৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে শেষ হয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর।
- ItemOpen Accessচলতি সেমিস্টারের টিউশন ফি ২০% ও অন্যান্য ফি শতভাগ মওকুফের সিদ্ধান্ত এন এস ইউ'র(যায়যায়দিন, 2024-08-20) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২০২৪ সালের সামার সেমিস্টারে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর টিউশন ফি চলতি সেমিস্টারে ২০% ও অন্যান্য সব ফি ১০০% মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এর ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে চলতি সেমিস্টারে শিক্ষার সামগ্রিক পরিবেশ প্রভাবিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৪ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে শুরু করে পরবর্তীতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সঙ্গে সম্পর্কিত সব ফি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ItemOpen Accessজাভেদ মুনির আহমেদ এনএসইউ'র বিওটি চেয়ারম্যান পুনর্নির্বাচিত(যায়যায়দিন, 2024-07-04) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে ২০২৪-২০২৫ সালের জন্য পুনর্র্নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। ২০২৪ সালের ৩০ জুন এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর এটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদের দ্বিতীয় মেয়াদ। জাভেদ মুনির আহমেদ দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা সবার অবদানের কথা স্মরণ করেছেন। জাভেদ মুনির আহমেদ তার পিতা এনএসইউ'র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ মুসলেহউদ্দিন আহমেদ কর্তৃক প্রদত্ত এনএসইউ'র প্রতিষ্ঠাকালীন নীতিমালার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দেন। ১৯৯২ সালে এনএসইউ'র প্রতিষ্ঠাকালে আহমেদ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- ItemOpen Accessটাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশসেরা এন এস ইউ(যায়যায়দিন, 2024-05-16) যায়যায়দিনটাইমস হায়ার এডুকেশন (টি এইচ ই) ইয়ং ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২০২৪-এ ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ২০২৪ সালের এই র্যাংকিংয়ে অনূর্ধ ৫০ বছর বয়সি মোট ৬৭৩ টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়েছে।
- ItemOpen Accessটাইমস হায়ার এডুকেশনের বিষয় ভিত্তিক র্যাঙ্কিংয়ে এন এস ইউ এর জয়জয়কার(যায়যায়দিন, 2023-10-29) যায়যায়দিনটাইমস হায়ার এডুকেশনের বিষয় ভিত্তিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয় ভিত্তিক র্যাঙ্কিংয়ে ২০২৪ এন এস ইউ এর জয়জয়কার ।
- ItemOpen Accessতিনটি বিষয় ক্যাটাগরিতে কিউ এস সাবজেক্ট ২০২৪- এ স্থান পেয়েছে এনএসইউ(যায়যায়দিন, 2024-04-16) যায়যায়দিনসম্প্রতি প্রকাশিত মর্যাদাপূর্ণ র্যাংকিং প্লাটফরম কিউ এস এর সাবজেক্ট র্যাংকিং ২০২৪ এ তিনটি বিষয় ক্যাটাগরিতে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ।
- ItemOpen Accessতীব্র গরমে অনলাইনে পাঠদান শুরু বিশ্ববিদ্যালয়গুলোতে(যায়যায়দিন, 2024-04-22) যায়যায়দিনদেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাস সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। রোববার থেকেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান শুরু হয়েছে। আজ থেকে অন্যান্য প্রতিষ্ঠানেও শুরু হচ্ছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে অনলাইনে ক্লাস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিষয়টি জানানো হয়েছে।
- ItemOpen Accessনবীনদের স্বাগত জানালো এনএসইউ(যায়যায়দিন, 2024-07-07) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উলেস্নখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন- এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটি ও পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর(যায়যায়দিন, 2024-01-17) যায়যায়দিনশিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এন এস ইউ ) এবং পুলিশ স্টাফ কলেজের (পি এস সি ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটি ও পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর(যায়যায়দিন, 2024-01-17) যায়যায়দিনশিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এন এস ইউ ) এবং পুলিশ স্টাফ কলেজের (পি এস সি ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটি তে সামার সেমিস্টার ওরিয়েন্টেশন প্রোগ্রাম(যায়যায়দিন, 2023-07-18) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি তে সামার সেমিস্টার ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান জনাব জাভেদ মুনির আহমেদ।