এনএসইউতে শ্রম সংক্রান্ত বিরোধের বিকল্প নিষ্পত্তি বিষয়ে সংলাপ
Date
2025-03-02
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
শ্রম সংক্রান্ত বিরোধের বিকল্প নিষ্পত্তি (এডিআর) নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)। সংলাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তৈরি পোশাক শিল্পে আর্থিক শৃঙ্খলার অভাব এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সংলাপে বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তুওমো পোটাইনেন বক্তব্য দেন। এসময় নীতিগত সংস্কার এবং শ্রম বিরোধ নিষ্পত্তিতে কার্যকর পরিবর্তন আনতে অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এনএসইউর সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) সমন্বয়ক সেলিম রেজার সভাপতিত্বে সংলাপে সমাপনী বক্তব্য দেন এসআইপিজির পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক। এছাড়া এনএসইউর স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন মো. রিজওয়ানুল ইসলাম, আইন বিভাগের প্রভাষক নাফিজ আহমেদ, এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো আম্বাসাডর মোহাম্মদ সুফিউর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান সংলাপে অভিমত তুলে ধরেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
যায়যায়দিন