এনএসইউতে যোগ দিলেন আন্তর্জাতিক অনুদান লেখার গবেষক

Abstract
যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি ও কারিগরি যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন নর্থকাট ঢাকা আমেরিকান দূতাবাসের আয়োজনে ফুলব্রাইট স্পেশালিস্ট হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গবেষণা অফিসে যোগদান করেছেন। প্রযুক্তিগত যোগাযোগের বিশেষজ্ঞ ড. নর্থকাট এনএসইউর চার অনুষদের শিক্ষকদের জন্য গবেষণা অনুদান প্রস্তাব লেখার ওপর একাধিক কর্মশালা পরিচালনা ও পৃথক পরামর্শ দেবেন। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ড. নর্থকাটকে স্বাগত জানান I এনএসইউর গবেষণা অফিসের পরিচালক অধ্যাপক নরম্যান কে সোয়াজো উল্লেখ করেন যে, এ কর্মশালাগুলো শিক্ষকদের গবেষণা অনুদান প্রস্তাব লেখার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। বহির্মুখী গবেষণা অনুদান অর্জন এনএসইউর কৌশলগত গবেষণা পরিকল্পনার একটি অপরিহার্য অংশ।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections