নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব: রংতুলিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি

Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব (এনএসইউএপিসি) আয়োজিত ‘কালারস অব রেভল্যুশন ২.০’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা গত বছরের জুলাই অভ্যুত্থানকে ঘিরে তাদের অনুভূতি ও স্মৃতিকে শিল্পের মাধ্যমে উপস্থাপন করেন। প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া আশরাফের বাংলাদেশের পতাকা মোড়ানো প্রতিবাদী লাশের মিছিলচিত্র প্রথম স্থান অর্জন করে। ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী ভঙ্গিতে আঁকা স্বৈরাচারের প্রতিচ্ছবি সুমাইয়া ফারাবির কাজ দ্বিতীয় স্থান পায়, আর শহীদ নাফিসের বহুল আলোচিত ছবির অনুপ্রাণিত চিত্রের জন্য তৃতীয় স্থান অর্জন করেন জাকিয়া জেরিন। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ এবং তাদের সৃজনশীল কাজগুলো অভ্যুত্থানের নানা স্মৃতিকে নতুনভাবে তুলে ধরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও এনএসইউএপিসির উপদেষ্টা এ কে এম সালেহ আহমেদ অনীক উপস্থিত ছিলেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বাংলাদেশ প্রতিদিন
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections