NSU BOT
Permanent URI for this collection
Browse
Browsing NSU BOT by Author "মানবজমিন"
Now showing 1 - 2 of 2
Results Per Page
Sort Options
- ItemOpen Accessসাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ কাশেম(মানবজমিন, 2024-09-30) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এম.এ কাশেম। গতকাল রোববার পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এম. এ কাশেম সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান। কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোয়মেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। কাশেম ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা এফবিসিসিআই’র সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআই’র সালিসি ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান ছিলেন। বিশিষ্ট শিল্পপতি কাশেম একজন শিক্ষার নিবেদিত প্রাণ পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবী এবং একজন সক্রিয় সমাজকর্মী।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকে ফিরলেন কাশেম, আজিম ও রেহানা(মানবজমিন, 2024-09-28) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরেছেন সাবেক চেয়ারম্যান এম এ কাশেম ও পরিচালক আজিম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান। গত ২০২২ সালে তারা পর্ষদ থেকে বাদ পড়েছিলেন। সরকার পরিবর্তনের পর তারা পর্ষদে যুক্ত হন । গত বুধবার ব্যাংকটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেন। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি পদ ফিরে পান এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, রেহানা রহমানসহ ১২ জন ট্রাস্টি। তাদের ২০২২ সালের আগস্টে ট্রাস্টি বোর্ড থেকে বাদ দেয়া হয়। পদ ফিরে পাওয়ার পর আজিম উদ্দিন আহমেদ এরই মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন।