NSU BOT

Browse

Recent Submissions

Now showing 1 - 5 of 30
  • Item
    Open Access
    Congratulations: Greetings by Partex Group, Aziz Al Kaiser as new chairman of NSU Bord of Trustees
    (The Daily Star, 2025-06-29) The Daily Star
    Aziz Al Kaiser, Chirman of Partex Star Group. Chirman of City Bank PLC. Congratulation and greeting on being elected as the Chirman of the Bord of Trustees of North South University and the North South Foundation for Education and Research.
  • Item
    Open Access
    নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান
    (দৈনিক ইত্তেফাক, 2025-06-29) দৈনিক ইত্তেফাক
    নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। তিনি আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী আজিজ আল কায়সার বর্তমানে সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে। আজিজ আল কায়সারের নেতৃত্বে এনএসইউ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
  • Item
    Open Access
    এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান আজিজ আল কায়সার
    (আমাদের সময়, 2025-06-29) আমাদের সময়
    নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। তিনি বিদায়ী চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন । আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি প্রয়াত এম. এ. হাশেমের ছেলে, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন। আজিজ আল কায়সার বর্তমানে তিনি সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। নএসইউ বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আজিজ আল কায়সার বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি অনেক দূর এগিয়েছে। এটি সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে। আমি এই প্রতিষ্ঠানকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে চাই যেন এটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আমি আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন জানাই।
  • Item
    Open Access
    নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান আজিজ আল কায়সার
    (প্রথম আলো, 2025-06-29) প্রথম আলো
    নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। তিনি আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী আজিজ আল কায়সার বর্তমানে সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে। আজিজ আল কায়সারের নেতৃত্বে এনএসইউ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
  • Item
    Open Access
    বেনজির আহমেদ এসিবিএসপি কোষাধ্যক্ষ নির্বাচিত
    (দৈনিক ইত্তেফাক, 2025-06-23) দৈনিক ইত্তেফাক
    শিল্পপতি ও শিক্ষানুরাগী বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বেনজির আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ I তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসিবিএসপি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী সংস্থা। এটি বিশ্বব্যাপী ব্যবসায় প্রশাসনের শিক্ষার মানোন্নয়নে কাজ করে থাকে।