Browse
Recent Submissions
- ItemOpen AccessOur Deepest Condolences :NSU Condolences of Azim Uddin Ahmed(দৈনিক ইত্তেফাক, 2025-08-03) দৈনিক ইত্তেফাকNSU Condolences of Azim Uddin Ahmed, Founder life member, North South University, Board of Trustees Passed Away, Condolene message from North South University.
- ItemOpen Accessআমার গভীভাবে শোকাহত -পরিবারের শোকবার্তা (আজিমুদ্দিন)(The Daily Star, 2025-08-03) The Daily Starআমার গভীভাবে শোকাহত -পরিবারের শোকবার্তা (আজিমুদ্দিন) I নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, ট্রাস্টি বোর্ডের আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে পরিবারের শোকবার্তা।
- ItemOpen AccessAzim Uddin Ahmed passes away(The Daily Star, 2025-08-03) The Daily StarAzim Uddin Ahmed, founder life member and former chairman of the Board of Trustees, North South University, passed away in Singapore yesterday. He was 85. The NSU community including members of the Board of Trustees, administration, faculty, students, and alumni extends its heartfelt condolences to the bereaved family and prays for the eternal peace of his departed soul.
- ItemOpen Accessশিল্পপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল(প্রথম আলো, 2025-08-03) প্রথম আলোনর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে আসতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
- ItemOpen Accessবিশিষ্ট শিল্পপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল(দৈনিক ইত্তেফাক, 2025-08-03) দৈনিক ইত্তেফাকনর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে আসতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন।