Browse
Recent Submissions
- ItemOpen AccessJaved Muneer re-elected NSU trustee board chair(The Daily Star, 2024-07-03) The Daily StarJaved Muneer Ahmad has been re-elected as the chairman of the board of trustees of North South University Trust for 2024-2025. This announcement was made during the 13th annual general meeting of the NSU Trust on June 30, said a press release. This marks Ahmad's second term as chairman. A founding member of NSU, Ahmad's first tenure as chairman was for 2023-24.
- ItemOpen AccessJaved Muneer Ahmad re-elected as chairman of NSU Board of Trustees(The Daily Sun, 2024-07-03) The Daily SunMr. Javed Muneer Ahmad has been re-elected as the Chairman of the Board of Trustees (BOT) of North South University (NSU) Trust for 2024-2025, effective from 1 July 2024. The announcement was made during the 13th Annual General Meeting of the NSU Trust on Sunday (30 June), reads a press release. This marks Mr. Javed Ahmad’s second term as Chairman following the Chancellor's appointment of the reconstituted NSU Board on August 16, 2022. A founding member of NSU, Mr. Ahmad’s first tenure as Chairman (2023-24) was noted for establishing transparent and integrity-driven policies, putting strong focus on institutional governance practices and championing a roadmap to achieving higher educational standards and research practices at NSU.
- ItemOpen Accessজাভেদ মুনির এন এস ইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত(প্রথম আলো, 2024-07-03) প্রথম আলোবেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। তিনি গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাভেদ মুনিরের চেয়ারম্যান হওয়ার এ তথ্য জানানো হয়েছে। ‘দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার’ অভিযোগে ২০২২ সালের ১৬ আগস্ট ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেয় সরকার। সরকারের পুনর্গঠন করে দেওয়া সেই নতুন ট্রাস্টি বোর্ডে ছিলেন জাভেদ মুনির আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মুনির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলেহ উদ্দীন আহমেদের ছেলে। জাভেদ মুনির ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটি - বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদে জাভেদ মুনির পুনর্নির্বাচিত(বণিক বার্তা, 2024-07-03) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদে ২০২৪-২৫ সালের জন্য জাভেদ মুনির আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর জাভেদ মুনির দ্বিতীয় মেয়াদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। তার পিতা মুসলেহউদ্দিন আহমেদ এনএসইউর প্রতিষ্ঠাতা এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ। বাংলাদেশের আইটি শিল্পের অন্যতম পথিকৃৎ জাভেদ মুনির এনএসইউতে গবেষণার মান আরো বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছেন। এরই অংশ হিসেবে তিনি এ বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব করেছেন।
- ItemOpen Accessজাভেদ মুনির আহমেদ এনএসইউ'র বিওটি চেয়ারম্যান পুনর্নির্বাচিত(যায়যায়দিন, 2024-07-04) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে ২০২৪-২০২৫ সালের জন্য পুনর্র্নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। ২০২৪ সালের ৩০ জুন এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর এটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদের দ্বিতীয় মেয়াদ। জাভেদ মুনির আহমেদ দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা সবার অবদানের কথা স্মরণ করেছেন। জাভেদ মুনির আহমেদ তার পিতা এনএসইউ'র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ মুসলেহউদ্দিন আহমেদ কর্তৃক প্রদত্ত এনএসইউ'র প্রতিষ্ঠাকালীন নীতিমালার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দেন। ১৯৯২ সালে এনএসইউ'র প্রতিষ্ঠাকালে আহমেদ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।