NSU BOT
Permanent URI for this collection
Browse
Browsing NSU BOT by Title
Now showing 1 - 19 of 19
Results Per Page
Sort Options
- ItemOpen Access745 th Board Meeting of the South East Bank held.(The Daily Sun, 2024-10-22) The Daily SunMr. MA Kashem, Chairman Southeast Bank PLC, presides over the 745th board meeting of the bank on Sunday. Vice-Chairperson Rehena Rahman, Bank's Directors Azimuddin Ahmed, Dulama Ahmed, Jusna Ara Kashem were present among others on the occasion.
- ItemOpen AccessJaved Muneer Ahmad re-elected as chairman of NSU Board of Trustees(The Daily Sun, 2024-07-03) The Daily SunMr. Javed Muneer Ahmad has been re-elected as the Chairman of the Board of Trustees (BOT) of North South University (NSU) Trust for 2024-2025, effective from 1 July 2024. The announcement was made during the 13th Annual General Meeting of the NSU Trust on Sunday (30 June), reads a press release. This marks Mr. Javed Ahmad’s second term as Chairman following the Chancellor's appointment of the reconstituted NSU Board on August 16, 2022. A founding member of NSU, Mr. Ahmad’s first tenure as Chairman (2023-24) was noted for establishing transparent and integrity-driven policies, putting strong focus on institutional governance practices and championing a roadmap to achieving higher educational standards and research practices at NSU.
- ItemOpen AccessJaved Muneer Ahmed Appointed as a Chairman of NSU Board of Trustees.(Dhaka Tribune, 2023-07-04) Dhaka TribuneJaved Muneer Ahmed was Appointed as the Chairman of the NSU Board of Trustees, effective from the beginning of this month.
- ItemOpen AccessJaved Muneer re-elected as chairman of NSU BoT(New Age, 2024-07-03) New AgeJaved Muneer Ahmad has been re-elected as the chairman of the board of trustees of North South University Trust for 2024-25, effective from July 1, 2024. This announcement was made during the 13th annual general meeting of the NSU Trust on Sunday, said a press release. This marks Javed Ahmad’s second term as chairman, following the chancellor’s appointment of the reconstituted NSU board on August 16, 2022. A founding member of NSU, Javed’s first tenure as chairman (2023-24) was noted for establishing transparent and integrity-driven policies, putting strong focus on institutional governance practices and championing a roadmap to achieving higher educational standards and research practices at NSU.
- ItemOpen AccessJaved Muneer re-elected NSU trustee board chair(The Daily Star, 2024-07-03) The Daily StarJaved Muneer Ahmad has been re-elected as the chairman of the board of trustees of North South University Trust for 2024-2025. This announcement was made during the 13th annual general meeting of the NSU Trust on June 30, said a press release. This marks Ahmad's second term as chairman. A founding member of NSU, Ahmad's first tenure as chairman was for 2023-24.
- ItemOpen AccessKashem elected Southeast Bank chairman(The Daily Sun, 2024-09-30) The Daily SunMA Kashem has been elected chairman of the board of directors of Southeast Bank PLC. He was unanimously elected chairman of the bank in its 743rd board meeting held on Sunday, said a press release. Kashem is the founder chairman and sponsor director of Southeast Bank PLC. He is the also the chairman of Rose Corner (Pvt.) Limited. He is a member of North South University Trust and a founder life-member of North South University Foundation.
- ItemOpen AccessRehana Rahman elected vice-chairperson of Southeast Bank(The Daily Star, 2024-10-09) The Daily StarRehana Rahman has been elected the vice-chairperson of Southeast Bank PLC at the bank's 744th board meeting today. Rehana is a director of the bank, according to a press release. She is a prominent female entrepreneur in Bangladesh, holding various key roles across several organisations.Rehana is the managing director of Bengal Tradeways Ltd, a director of CHB Building Technologies Ltd and the Bangladesh Chamber of Industries. She is a founder life member and past chairperson of North South University, a member of the United Nations Association of Bangladesh, and president of the Women Entrepreneurs Association of Bangladesh (WEAB).
- ItemOpen AccessSoutheast Bank holds 756th Board Meeting(Financial Express, 2025-02-25) Financial ExpressThe 756th Board Meeting of Southeast Bank PLC. was held on Sunday, The meeting was presided over by Mr. M.A. Kashem, Chairman of Southeast Bank PLC. Among the attendees were Vice Chairperson Mrs. Rehana Rahman and Directors Mr. Md. Akikur Rahman, Mr. Nasir Uddin Ahmed, Mr. Md. Rafiqul Islam (representative of Asia Insurance Limited), Mr. Md. Nurul Islam (representative of Single Click IT Solution Private Limited), Independent Directors Mr. Mohammad Delwar Hossain, Barrister M. Moyeen Alam Firozee, Dr. Md. Mozibur Rahman (Ph.D.), Managing Director Mr. Nuruddin Md. Sadeque Hossain, and Company Secretary Mr. Mamunur Rashid.
- ItemOpen Accessআমাদের এখন কাজ করে দেখাতে হবে - আজিজ আল কায়সার(বনিক বার্তা, 2024-11-12) বনিক বার্তাসিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেছেন আমাদের এখন কাজ করে দেখাতে হবে I বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ আমাদের লোক। উনি আমাদের সমস্যাগুলো জানেন। আশা করি তিনি সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সমস্যাগুলো দূর করবেন।
- ItemOpen Accessএন এস ইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন জাভেদ মুনির আহমেদ(প্রথম আলো, 2023-07-04) প্রথম আলোজাভেদ মুনির আহমেদ এই মাসের শুরু থেকে কার্যকরী এন এস ইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
- ItemOpen Accessএবার সাউথ-ইস্ট ব্যাংকের সম্মাননা পেলেন সাবিনারা(ইনকিলাব, 2024-11-15) ইনকিলাবনেপালের কাঠমান্ডুতে গত মাসে শেষ হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুনদের এই সাফল্যে গর্বিত পুরো জাতি। তাই তো ব্যাক টু ব্যাক সাফ শিরোপা জয় করে দেশে ফেরার দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ জাতীয় নারী দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবার সাউথ-ইস্ট ব্যাংক পিএলসির সম্মাননা ও অর্থ পুরস্কার পেলেন সাবিনারা। গতকাল দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় নারী দলের ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি তাদের হাতে ৭৮ লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় সাউথ-ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম সহ উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ফাহাদ করিম, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessজাভেদ মুনির আহমেদ এনএসইউ'র বিওটি চেয়ারম্যান পুনর্নির্বাচিত(যায়যায়দিন, 2024-07-04) যায়যায়দিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে ২০২৪-২০২৫ সালের জন্য পুনর্র্নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। ২০২৪ সালের ৩০ জুন এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর এটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদের দ্বিতীয় মেয়াদ। জাভেদ মুনির আহমেদ দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা সবার অবদানের কথা স্মরণ করেছেন। জাভেদ মুনির আহমেদ তার পিতা এনএসইউ'র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ মুসলেহউদ্দিন আহমেদ কর্তৃক প্রদত্ত এনএসইউ'র প্রতিষ্ঠাকালীন নীতিমালার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দেন। ১৯৯২ সালে এনএসইউ'র প্রতিষ্ঠাকালে আহমেদ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- ItemOpen Accessজাভেদ মুনির এন এস ইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত(প্রথম আলো, 2024-07-03) প্রথম আলোবেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। তিনি গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাভেদ মুনিরের চেয়ারম্যান হওয়ার এ তথ্য জানানো হয়েছে। ‘দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার’ অভিযোগে ২০২২ সালের ১৬ আগস্ট ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেয় সরকার। সরকারের পুনর্গঠন করে দেওয়া সেই নতুন ট্রাস্টি বোর্ডে ছিলেন জাভেদ মুনির আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মুনির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলেহ উদ্দীন আহমেদের ছেলে। জাভেদ মুনির ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটি - বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদে জাভেদ মুনির পুনর্নির্বাচিত(বণিক বার্তা, 2024-07-03) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদে ২০২৪-২৫ সালের জন্য জাভেদ মুনির আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর জাভেদ মুনির দ্বিতীয় মেয়াদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। তার পিতা মুসলেহউদ্দিন আহমেদ এনএসইউর প্রতিষ্ঠাতা এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ। বাংলাদেশের আইটি শিল্পের অন্যতম পথিকৃৎ জাভেদ মুনির এনএসইউতে গবেষণার মান আরো বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছেন। এরই অংশ হিসেবে তিনি এ বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব করেছেন।
- ItemOpen Accessরেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন নির্বাচিত(জনকণ্ঠ, 2024-10-09) জনকণ্ঠরেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন। ৮ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৪৪তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হয়। মিসেস রেহানা রহমান বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা। তিনি বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিসেস রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার এই বিশাল অর্জনসমূহ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা। মিসেস রেহানা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং সাবেক চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি। তিনি গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য হিসেবেও সম্পৃক্ত রয়েছেন।
- ItemOpen Accessসাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ কাশেম(মানবজমিন, 2024-09-30) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এম.এ কাশেম। গতকাল রোববার পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এম. এ কাশেম সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান। কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোয়মেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। কাশেম ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা এফবিসিসিআই’র সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআই’র সালিসি ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান ছিলেন। বিশিষ্ট শিল্পপতি কাশেম একজন শিক্ষার নিবেদিত প্রাণ পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবী এবং একজন সক্রিয় সমাজকর্মী।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকে ফিরলেন কাশেম, আজিম ও রেহানা(মানবজমিন, 2024-09-28) মানবজমিনসাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরেছেন সাবেক চেয়ারম্যান এম এ কাশেম ও পরিচালক আজিম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান। গত ২০২২ সালে তারা পর্ষদ থেকে বাদ পড়েছিলেন। সরকার পরিবর্তনের পর তারা পর্ষদে যুক্ত হন । গত বুধবার ব্যাংকটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেন। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি পদ ফিরে পান এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, রেহানা রহমানসহ ১২ জন ট্রাস্টি। তাদের ২০২২ সালের আগস্টে ট্রাস্টি বোর্ড থেকে বাদ দেয়া হয়। পদ ফিরে পাওয়ার পর আজিম উদ্দিন আহমেদ এরই মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন।
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকের নতুন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান(প্রথম আলো, 2024-10-09) প্রথম আলোবাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা মিসেস রেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন। ৮ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৪৪তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হয়। রেহানা রহমান বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিসেস রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার এই বিশাল অর্জনসমূহ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা। মিসেস রেহানা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং সাবেক চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি। তিনি গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য হিসেবেও সম্পৃক্ত রয়েছেন
- ItemOpen Accessসাউথইস্ট ব্যাংকের ৭৫৬তম বোর্ড সভা অনুষ্ঠিত(বণিক বার্তা, 2025-02-25) বণিক বার্তাসাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৫৬তম বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। সভায় ভাইস চেয়ারপারসন রেহানা রহমানসহ পরিচালক মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি) ও মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যারিস্টার এম মইন আলম ফিরোজী ও ড. মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব মামুনুর রশিদ।