NSU Convocation/Orientation
Permanent URI for this collection
Browse
Browsing NSU Convocation/Orientation by Author "মানবজমিন"
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএনএসইউ ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত(মানবজমিন, 2025-09-18) মানবজমিননর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফল সেমিস্টার ২০২৫-এর জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, যেখানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচিত করানো হয়। বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৩৫ জন শিক্ষার্থীকে শতভাগ মেধা বৃত্তি প্রদান করা হয় এবং মোট ৯৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) আবদুর রব খান এবং রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীনসহ বিভিন্ন অনুষদের ডিনরা।