NSU News
Permanent URI for this collection
Browse
Browsing NSU News by Author "বাংলাদেশ প্রতিদিন"
Now showing 1 - 5 of 5
Results Per Page
Sort Options
- ItemOpen Accessএনএসইউতে লুৎফে সিদ্দিকীর পাবলিক লেকচার(বাংলাদেশ প্রতিদিন, 2025-12-08) বাংলাদেশ প্রতিদিন৩ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অডি-৮০১-এ “Opportunities Beyond the Comfort Zone : Bangladesh from a Global Perspective” শীর্ষক একটি পাবলিক লেকচারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সেশনটির সভাপতিত্ব করেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। স্বাগত বক্তব্য দেন এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (সিপিজি) পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম. হক।
- ItemOpen Accessদশম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ ২০২৫(বাংলাদেশ প্রতিদিন, 2025-08-10) বাংলাদেশ প্রতিদিন৯ আগস্ট বিজনেস জিনিয়াস বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে আয়োজন করে ব্যবসায় শিক্ষার ওপর অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব দশম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫। এটির সার্বিক সহযোগিতায় ছিল ফরাজী হাসপাতাল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি তানজীম উদ্দিন, সদস্য, ইউজিসি। গেস্ট অব অনার হিসেবে ছিলেন প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি। উপস্থিত ছিলেন অভিনেতা আফরান নিশো, সাদিয়া আইমান, নির্মাতা ইফতেখার চৌধুরীসহ অন্যরা।
- ItemOpen Accessনর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব: রংতুলিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি(বাংলাদেশ প্রতিদিন, 2025-08-25) বাংলাদেশ প্রতিদিননর্থ সাউথ ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব (এনএসইউএপিসি) আয়োজিত ‘কালারস অব রেভল্যুশন ২.০’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা গত বছরের জুলাই অভ্যুত্থানকে ঘিরে তাদের অনুভূতি ও স্মৃতিকে শিল্পের মাধ্যমে উপস্থাপন করেন। প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া আশরাফের বাংলাদেশের পতাকা মোড়ানো প্রতিবাদী লাশের মিছিলচিত্র প্রথম স্থান অর্জন করে। ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী ভঙ্গিতে আঁকা স্বৈরাচারের প্রতিচ্ছবি সুমাইয়া ফারাবির কাজ দ্বিতীয় স্থান পায়, আর শহীদ নাফিসের বহুল আলোচিত ছবির অনুপ্রাণিত চিত্রের জন্য তৃতীয় স্থান অর্জন করেন জাকিয়া জেরিন। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ এবং তাদের সৃজনশীল কাজগুলো অভ্যুত্থানের নানা স্মৃতিকে নতুনভাবে তুলে ধরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও এনএসইউএপিসির উপদেষ্টা এ কে এম সালেহ আহমেদ অনীক উপস্থিত ছিলেন।
- ItemOpen Accessবিজয় দিবস ২০২৩ এর পত্রিকার বিজ্ঞাপন(বাংলাদেশ প্রতিদিন, 2023-12-18) বাংলাদেশ প্রতিদিনবিজয় দিবস ২০২৩ এর পত্রিকার বিজ্ঞাপন, বাংলাদেশ প্রতিদিন,
- ItemOpen Accessবেগম খালেদা জিয়ার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক বার্তা(বাংলাদেশ প্রতিদিন, 2025-12-31) বাংলাদেশ প্রতিদিন; The Daily Starসুদীর্ঘ চার দশকের গণতান্ত্রিক সংগ্রামের পুরোধা, আপোষহীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটি গভীরভাবে শোকাভিভূত। তার মৃত্যুতে জাতি একজন পরীক্ষিত রাষ্ট্রনায়ক ও অভিভাবকতূল্য রাজনীতিককে হারালো। নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এ মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে এ শোকের সময়ে তার পরিবার, স্বজন, অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।