নেপালে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিনিময় কার্যক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ
Date
2024-11-11
Authors
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষকদের একটি দল ও আর্ট এবং ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীরা নেপালের কাঠমান্ডুতে ১৩তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে। সেই সঙ্গে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষা বিনিময় কার্যক্রমেও তারা অংশগ্রহণ করেন। শিক্ষকদের এই দলে আছেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মুজতবা আহসান, সহকারী অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও প্রভাষক একেএম সালেহ আহমেদ অনিক। ইন্টারন্যাশনাল ইন্ট্রার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন (আইআইইউপিই) অনেক বছর ধরে চলে আসা একটি আন্তর্জাতিক আয়োজন, যা এবার ৮-৯ নভেম্বর কাঠমান্ডুর সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনে আগের সব রেকর্ড ভেঙে ৫০টি দেশের ৪৫০ শিক্ষার্থীর ১৮ হাজার ছবি জমা পড়েছে।
Description
Keywords
Citation
Department Name
Publisher
যায়যায়দিন