বিশ্ববিদ্যালয়গুলোকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে দূরে রাখতে হবে -এনএসইউ ভিসি

Abstract
বাংলাদেশে চাকরিতে কোটা ব্যবস্থা ও কর্মসংস্থানের সংকটকে ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল তরুণ সমাজের দীর্ঘদিনের বঞ্চনা ও হতাশার বহিঃপ্রকাশ। এ অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষা ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও কাঠামোগত দুর্বলতার কারণে তা পূর্ণতা পায়নি। বর্তমান শিক্ষা ব্যবস্থা এখনো মুখস্থবিদ্যা ও পরীক্ষাভিত্তিক কাঠামোয় সীমাবদ্ধ, যেখানে সৃজনশীলতা, উদ্যোক্তা সৃষ্টির সুযোগ ও বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের অভাব রয়েছে। অপরদিকে শিল্পায়নের সীমিত গতি কর্মসংস্থানের ঘাটতি আরও প্রকট করেছে। এ প্রেক্ষাপটে শিক্ষা খাতে স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠন, যুগোপযোগী পাঠ্যক্রম, শিক্ষকদের মানোন্নয়ন, গবেষণায় বিনিয়োগ, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবদান রাখলেও ‘কোয়ালিটি কন্ট্রোল’ নিশ্চিত করা জরুরি। সামগ্রিকভাবে শিক্ষা খাতে মৌলিক সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, আর তরুণ সমাজের আকাঙ্ক্ষা পূরণও অনিশ্চিত থেকে যাবে।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN