জাভেদ মুনির আহমেদ এনএসইউ'র বিওটি চেয়ারম্যান পুনর্নির্বাচিত

Date
2024-07-04
Student ID
Research Supervisor
Editor
Journal Title
Volume
Issue
Journal Title
Journal ISSN
Volume Title
Abstract
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে ২০২৪-২০২৫ সালের জন্য পুনর্র্নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। ২০২৪ সালের ৩০ জুন এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। ২০২২ সালের ১৬ আগস্ট চ্যান্সেলর কর্তৃক পুনর্গঠিত এনএসইউ বোর্ড নিয়োগের পর এটি চেয়ারম্যান হিসেবে জাভেদ মুনির আহমেদের দ্বিতীয় মেয়াদ। জাভেদ মুনির আহমেদ দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা সবার অবদানের কথা স্মরণ করেছেন। জাভেদ মুনির আহমেদ তার পিতা এনএসইউ'র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের পথিকৃৎ মুসলেহউদ্দিন আহমেদ কর্তৃক প্রদত্ত এনএসইউ'র প্রতিষ্ঠাকালীন নীতিমালার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দেন। ১৯৯২ সালে এনএসইউ'র প্রতিষ্ঠাকালে আহমেদ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
Description
Keywords
Citation
Department Name
Publisher
যায়যায়দিন
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections