এনএসইউতে সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশন

Abstract
ড. মুহাম্মদ ইউনূস তার থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চান জানিয়ে বলেন, ‘‌আমরা থ্রি জিরোর একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। থ্রি জিরো হলো শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই।’ রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে ‘‌সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘‌থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, নিযামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কো-চেয়ার এবং বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাগেলদিন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, নরওয়ের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাবেক মন্ত্রী ও ইউএন এনভায়রনমেন্টের সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আজিজ আল কায়সার।
Description
Keywords
Citation
Department Name
Publisher
বণিক বার্তা
Printed Thesis
CD
DOI
ISSN
ISBN
Collections