Vice Chancellor, Pro-Vice Chancellor, Treasurer
Permanent URI for this collection
Browse
Browsing Vice Chancellor, Pro-Vice Chancellor, Treasurer by Author "বণিক বার্তা"
Now showing 1 - 6 of 6
Results Per Page
Sort Options
- ItemOpen Accessআবারও এনএসইউর উপাচার্য হলেন অধ্যাপক আতিকুল ইসলাম(বণিক বার্তা, 2024-03-06) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড: আতিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। আতিকুল ইসলাম এই মেয়াদে ২০২৮ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় আতিকুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ। আতিকুল ইসলাম অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং সহ–উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে দায়িত্ব পালন করেছেন। আতিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
- ItemOpen Accessআমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্ক গড়ে ওঠেনি(বণিক বার্তা, 2024-01-27) বণিক বার্তাউপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাক্ষাৎকার: বণিক বার্তা অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ অধ্যাপক অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে স্কুল অব কমার্সের প্রধান হিসেবে (২০০৫-২০০৮) এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে (২০০৮-২০১০) ব্যবসা ও সরকার অনুষদের ডিন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের উচ্চ শিক্ষা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম
- ItemOpen Accessএনএসইউ উপাচার্যের এসিইউ ভাইস চ্যান্সেলস সামিটে অংশগ্রহণ(বণিক বার্তা, 2024-05-18) বণিক বার্তানর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)ভাইস চ্যান্সেলর সামিটে অংশ নেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত ১৫ মে অনুষ্ঠিত উক্ত সামিটে সারা বিশ্বের শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হোন।
- ItemOpen Accessনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় : নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আবদুল হান্নান(বণিক বার্তা, 2024-09-13) বণিক বার্তানর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এনএসইউর এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য ও ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন। এর আগে আবদুল হান্নান চৌধুরী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে আবদুল হান্নান চৌধুরীর। তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ItemOpen Accessবেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানের দিক থেকে ইতিবাচক পথেই হাঁটছে: অধ্যাপক আতিকুল ইসলাম, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি(বণিক বার্তা, 2024-01-24) বণিক বার্তাউপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাক্ষাৎকার: অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ অধ্যাপক অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে স্কুল অব কমার্সের প্রধান হিসেবে (২০০৫-২০০৮) এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে (২০০৮-২০১০) ব্যবসা ও সরকার অনুষদের ডিন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের উচ্চ শিক্ষা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম
- ItemOpen Accessবেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: নর্থ সাউথের পিএইচডিধারী কর্মক্ষেত্রে গেলে সবাই বলবে এটি এনএসইউর পিএইচডি(বণিক বার্তা, 2024-07-01) বণিক বার্তাঅধ্যাপক ড. আতিকুল ইসলাম। উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকালে দেখা যায় পিএইচডি গবেষণা দেশের উন্নয়নে কাজে লাগানো হয়। তাদের গবেষণা মার্কেট ওরিয়েন্টেড ও অনেক ক্ষেত্রে সরাসরি সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল স্ট্যাটাস, চাকরির পদোন্নতি, ইনক্রিমেন্ট—এসবের জন্যই যেন পিএইচডি ডিগ্রি। বাস্তব চিত্র তাই বলছে।